চলছে ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা 

Murshidabad News: ভৈরব নদীতে ছুটছে একের পর এক ডিঙা! কে হল প্রথম! দেখতে ভিড় নদীর পাড়ে

মুর্শিদাবাদ: যুব সমাজকে মোবাইল থেকে দূরে রাখতে অভিনব উদ্যোগ নেওয়া হল হরিহরপাড়ায়। জলস্তর কমতেই ভৈরব নদীতে একদিনের ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা। এলাকায় ক্রিকেট বা ফুটবল মাঠ না থাকায় যুব সমাজের অনেকেই মোবাইলে আসক্ত হয়ে পরেছে। তাদের মূলস্রোতে ফেরাতে গত বছর থেকে স্বরুপপুর মন্ডল পাড়া যুব সংঘের উদ্যোগে শুরু হয়েছে ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা।

এবছরও স্বরূপপুরের শীবনগর ঘাট থেকে মধ্যপাড়া ঘাট পর্যন্ত এই ডিঙ্গা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করে মোট ৯ জন প্রতিযোগী। এদিন প্রতিযোগিতা দেখতে ভৈরব নদীর দুধারে ভিড় জমান প্রচুর পরিমাণে উৎসাহী মানুষ। প্রশাসনের তরফ থেকেও ভাবেই নদীতে ছিল কড়া প্রহরা। এদিন ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা ঘিরে এলাকায় ছিল উৎসবের মেজাজ।

মুলত প্রাচীন প্রতিযোগিতা হল নৌকা বাইচ। নৌকাবাইচ হল নদীতে নৌকা চালনার প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ-প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে একেকটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালনা প্রতিযোগিতাই হল নৌকা বাইচ। তবে নৌকা ছেড়ে ডিঙ্গা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ KKR News: স্টার্কের বিদায় পাকা! সাড়ে ছয় ফুটের ভয়ঙ্কর বিদেশী পেসারকে নেবে কেকেআর! বড় আপডেট

ক্লাবের সদস্যরা জানান, এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক এলাকা তাই আমরা নদীতে জল কমার সঙ্গে সঙ্গে ডিঙ্গা বাইচের প্রতিযোগিতা করে এলাকার মানুষজনদের মনোরঞ্জন দেওয়া হয়। আজকের এই প্রতিযোগিতায় নদী কেন্দ্রিক এলাকার ছোট, বড় ও ডিঙ্গি নৌকা নিয়ে বিভিন্ন প্রতিযোগী তারা অংশগ্রহণ করে। এই খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়ে ছিল এলাকার মানুষজনেরা।

কৌশিক অধিকারী