৩৫ টাকায় রেইনকোট

Purulia News: তাড়াহুড়োয় ভুলে বাড়ি ফেলে এসেছেন! মাত্র ৩৫ টাকায় কিনে নিন রেনকোট, কোথায় পাবেন 

পুরুলিয়া: বৃষ্টির দাপট ক্রমাগতই বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে।  পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই। ‌বৃষ্টির এই সময় রেইনকোট বা বর্ষাতির চাহিদা বেড়ে যায়। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই এই সময় রেইনকোট কিনে থাকেন। সাধারণত রেনকোটের দাম ২৫০-৩০০ টাকায় শুরু হয়। ‌ একটু ভাল মানের রেনকোট নিতে গেলে সেগুলির দাম হয় প্রায় ৭০০ থেকে হাজার টাকার কাছাকাছি। কিন্তু এবার পুরুলিয়া শহরে পাওয়া যাচ্ছে মাত্র ৩৫ টাকার বিনিময় রেনকোট। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

পুরুলিয়া শহরের একটি দোকানে মাত্র ৩৫ টাকার বিনিময়ে ইউজ অ্যান্ড থ্রো রেনকোট পাওয়া যাচ্ছে। এত কম দামে রেনকোট মেলায় খুশি গ্রাহকেরা। বর্ষার সময় কম-বেশি সকলেই রেনকোট ব্যবহার করে থাকেন। কিন্তু কোনও কারণে সেটি সঙ্গে না থাকলে হঠাৎ করেই বৃষ্টিতে আটকে পড়তে পারেন। ‌সেই ক্ষেত্রে আপনার জন্য অনুকূল হতে পারে ইউজ এবং থ্রো রেইনকোট। এক বিক্রেতা বলেন , মাত্র ৩৫ টাকার বিনিময়ে পুরুলিয়ার শহরে আর কোথাও রেইনকোট পাওয়া যায় না। এই রেনকোটের যথেষ্ট চাহিদা রয়েছে।

প্লাস্টিকের তৈরি এই রেনকোট খুবই পাতলা। তাই এটা একবারই ব্যবহার করা যায়। তবে যত্ন করে কেউ রাখলে পুনরায় ব্যবহার করা যেতেপারে। ‌ এক ক্রেতা বলেন, “৩৫ টাকায় আজকাল কিছুই পাওয়া যায় না। সেখানে এই টাকার বিনিময়ে রেনকোট পাওয়া যাচ্ছে এটা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার।” ‌

হঠাৎ বৃষ্টিতে আটকে পড়লে এই রেনকোট খুবই উপকারী হতে পারে। ‌ তাই এই রেনকোট কিনতে পেরে তিনি খুবই খুশি।দ্রব্যমূল্যের এই বাজারে প্রতিনিয়ত লাফিয়ে , লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। সেখানে দাঁড়িয়ে মাত্র ৩৫ টাকার বিনিময় ইউজ এন্ড থ্র এই রেনকোট যথেষ্ট সাড়াফেলেছে শহর পুরুলিয়ায়।

শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়