যাত্রাপালা বুকিং এর কাজ চলছে

East Medinipur News: বুকিং ভাল ফিরছে যাত্রাশিল্পের হাল, আশাবাদী অভিনেতা থেকে দল ম্যানেজার

পূর্ব মেদিনীপুর, নন্দকুমার: আবারও হাল ফিরছে যাত্রাশিল্পের! অন্তত এবার রথের পর থেকে যাত্রা শিল্পে বুকিং সেই কথা বলছে। গ্রাম বাংলা তথা বাঙালির প্রাচীন বিনোদনের মাধ্যম যদি কিছু থাকে তা হল যাত্রাশিল্প। এই যাত্রা শিল্পের বিস্তার ও ব্যাপ্তি বাঙালির মননে। একসময় কলকাতার বিখ্যাত যাত্রাপালা পাশাপাশি বিভিন্ন জেলার যাত্রাপালাগুলি উৎসব অনুষ্ঠানে গ্রামেগঞ্জে রমরমিয়ে অনুষ্ঠিত হত। কিন্তু একটা সময় পর যাত্রাশিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সাধারণ মানুষ।আবারও সেই পুরনো উন্মাদনা দেখা যাচ্ছে যাত্রাশিল্পে।

চলতি বছরে কলকাতার পাশাপাশি জেলার প্রতিটি যাত্রাপালার বুকিং অনেকটাই বেড়েছে। আর তাতে খুশি যাত্রা শিল্পের সঙ্গে জড়িতে থাকা মানুষজন। তারা আশাবাদী যাত্রাশিল্প নিয়ে মানুষের পুরানো আবেগ আগের মতই ফিরে আসবে। রথ থেকে উল্টোরথ এই সময় যাত্রাপালা বুকিং করলে বিশেষ ছাড় পাওয়া যায়। বর্তমানে যাত্রা বুকিং অফিসে বিভিন্ন দুর্গাপুজোকমিটি ও অন্যান্য অনুষ্ঠান কমিটির চোখে পড়ার মত। যাত্রাপালা বুকিং এর ভিড় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীধরপুরে বিভিন্ন যাত্রা বুকিং অফিসে সকাল থেকে রাত্রি ভিড় যাত্রা বুকিংয়ে। কলকাতার চিৎপুরের পর পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার যাত্রা বুকিং এর দ্বিতীয় স্থান অধিকার করে আসছে বিগত কয়েক বছর ধরে।

আরও পড়ুন : মাউথ অর্গানে – মাউথই নেই! হ্যাঁ ঘণ্টার পর ঘণ্টা শরীরের এই অংশ দিয়ে বাজান মেদিনীপুরের চয়ন

পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ নম্বর জাতীয় সড়কের নন্দকুমারের চৌমাথা মোড়ে সারি সারি যাত্রা বুকিং এর অফিস। যাত্রা বুকিং অফিস গুলিতে চরম ব্যস্ততা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে পুজো কমিটি, বিভিন্ন সংস্থা তারা যাত্রা বুকিং করছে এদিন। কলকাতা সহ জেলার প্রতিটি যাত্রা দলের এবারের যাত্রাপালা বুকিং চলছে ভাল মতই। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী হাওড়া, ২৪ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে বহু আয়োজক কমিটি যাত্রাপালা বুকিং এর জন্য এসেছেন।

আরও পডুন : বর্ষার বৃষ্টি নামতেই ট্রলারে মাছের বন্যা, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে, অবশেষে ইলিশ উঠল?

যাত্রা বুকিং সেন্টারের মালিক অক্ষয় দুয়ারী জানান কলকাতা থেকে নন্দকুমার এ যাত্রাপালা বুকিং করলে অনেক সুবিধে পাওয়া যায়। দীর্ঘ ১০ বছর ধরে নন্দকুমারে এই যাত্রা বুকিং অফিস রয়েছে। এবছর খুব ভালই সাড়া পড়েছে। সব মিলিয়ে যাত্রা দলের বুকিং ভালই পরিমাণ হচ্ছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আর তাতেই যাত্রা দলের মালিক থেকে দল ম্যানেজার এমনকি বুকিং অফিসের লোকজনেরাও খুশি।

সৈকত শী