রবিবার, ৭ জুলাই পালিত হয়েছে রথযাত্রা৷ এ বার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় এক বিশেষত্ব ছিল৷ ৫৩ বছর পর এ বার রথযাত্রা পালিত হয়েছে দু’দিন ধরে৷ অর্থাৎ ৭ এবং ৮ জুলাই৷

UltorathYatra Astrological Tips: আসছে উল্টোরথের পুণ্যতিথি, তুলসিপাতা দিয়ে করুন এই কাজ! কোনওদিন টের পাবেন না অভাব! ভাসবেন সৌভাগ্য ও অর্থসুখে

রবিবার, ৭ জুলাই পালিত হয়েছে রথযাত্রা৷ এ বার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় এক বিশেষত্ব ছিল৷ ৫৩ বছর পর এ বার রথযাত্রা পালিত হয়েছে দু’দিন ধরে৷ অর্থাৎ ৭ এবং ৮ জুলাই৷
রবিবার, ৭ জুলাই পালিত হয়েছে রথযাত্রা৷ এ বার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় এক বিশেষত্ব ছিল৷ ৫৩ বছর পর এ বার রথযাত্রা পালিত হয়েছে দু’দিন ধরে৷ অর্থাৎ ৭ এবং ৮ জুলাই৷

 

সেইমতো পুরীতে এ বার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ১৬ জুলাই, মঙ্গলবার৷ সেদিন মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব, বলভদ্রদেব ও দেবী সুভদ্রা৷
সেইমতো পুরীতে এ বার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ১৬ জুলাই, মঙ্গলবার৷ সেদিন মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব, বলভদ্রদেব ও দেবী সুভদ্রা৷

 

সোজা রথযাত্রা মতো উল্টোরথযাত্রাতেও পালনীয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ আছে৷ প্রচলিত বিশ্বাস, সে সব নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হয়৷ টাকার বৃষ্টিতে থাকে না অর্থাভাব৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত নন্দকিশোর মুদগল৷
সোজা রথযাত্রা মতো উল্টোরথযাত্রাতেও পালনীয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ আছে৷ প্রচলিত বিশ্বাস, সে সব নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হয়৷ টাকার বৃষ্টিতে থাকে না অর্থাভাব৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত নন্দকিশোর মুদগল৷

 

উল্টোরথযাত্রার পুণ্যতিথিতে ভোরে স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে৷ মনে করা হয়, এর ফলে সংসার ও জীবন থেকে নেগেটিভ প্রভাব দূর হয়৷
উল্টোরথযাত্রার পুণ্যতিথিতে ভোরে স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে৷ মনে করা হয়, এর ফলে সংসার ও জীবন থেকে নেগেটিভ প্রভাব দূর হয়৷

 

উল্টোরথযাত্রায় শুদ্ধ বসনে নিষ্ঠা ভরে জগন্নাথদেবের পুজো করুন তুলসিপাতা নিবেদন করে৷ পুজো সমাপনে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাখুন আপনার টাকার ব্যাগে বা আলমারির লকারে যেখানে টাকা রাখেন, সেখানে৷
উল্টোরথযাত্রায় শুদ্ধ বসনে নিষ্ঠা ভরে জগন্নাথদেবের পুজো করুন তুলসিপাতা নিবেদন করে৷ পুজো সমাপনে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাখুন আপনার টাকার ব্যাগে বা আলমারির লকারে যেখানে টাকা রাখেন, সেখানে৷

 

মনে করা হয় এর ফলে অর্থবৃষ্টিতে ভরে থাকবে আপনার জীবন৷ সুখের সাগরে ভেসে থাকবেন৷ কোনও দিন অর্থাভাব টের পাবেন না৷
মনে করা হয় এর ফলে অর্থবৃষ্টিতে ভরে থাকবে আপনার জীবন৷ সুখের সাগরে ভেসে থাকবেন৷ কোনও দিন অর্থাভাব টের পাবেন না৷

 

জগন্নাথদেবের পায়ে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাতে ঘুমনোর আগে রাখুন বালিশের নীচে৷ এতে সংসার থেকে দূর হবে সব বাধা বিঘ্ন৷
জগন্নাথদেবের পায়ে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাতে ঘুমনোর আগে রাখুন বালিশের নীচে৷ এতে সংসার থেকে দূর হবে সব বাধা বিঘ্ন৷

 

একটি পিতলের ঘটিতে গঙ্গাজল নিন৷ তার পর ডানহাতের তিনটি আঙুলে সামান্য হলুদ সেই জলে মেশান৷ তার পর ওই হলুদমেশানো জল ছড়িয়ে দিন সদর দরজার দু’পাশে৷ এতে সংসার ও পরিবার পরিজনদের উপর থেকে সব গ্রহদোষ দূর হয়ে যাবে৷
একটি পিতলের ঘটিতে গঙ্গাজল নিন৷ তার পর ডানহাতের তিনটি আঙুলে সামান্য হলুদ সেই জলে মেশান৷ তার পর ওই হলুদমেশানো জল ছড়িয়ে দিন সদর দরজার দু’পাশে৷ এতে সংসার ও পরিবার পরিজনদের উপর থেকে সব গ্রহদোষ দূর হয়ে যাবে৷

 

এই পুণ্যতিথিতে রুটি ও আখের গুড় সেবন করান গোমাতাকে৷ অর্থসুখ, সমৃদ্ধি, শ্রী ও শান্তি হবে আপনার চিরসঙ্গী৷
এই পুণ্যতিথিতে রুটি ও আখের গুড় সেবন করান গোমাতাকে৷ অর্থসুখ, সমৃদ্ধি, শ্রী ও শান্তি হবে আপনার চিরসঙ্গী৷