রং ও তুলির অভাবনীয় সংমিশ্রনে অদৃশ্য হল বক্স ! দেখুন 3D আর্টের ম্যাজিক

আজকাল 3D আর্ট ক্রিয়েশন খুবই ট্রেন্ডি। বাড়ির দেওয়াল , মেঝে, রাস্তাঘাটে 3D আর্ট প্রায় আমাদের বিভ্রান্ত করে তোলে। সাধারণ রং এবং তুলির ছোঁয়ায় দক্ষ 3D শিল্পীরা এমন নিদর্শন তুলে ধরে যা চারপাশের সঙ্গে মিশে নিমেষে অদৃশ্য হয়ে যায়। এমন কখনও হয়েছে কি যে রাস্তায় পরে থাকা কোন জিনিষকে দেখে আপনি আতঙ্কে সড়ে এসেছেন কিংবা বাড়ির দেয়ালে কোন বড় গর্তকে দেখে আপনি পিছনে চলে গেছেন ? যদি হয়ে থাকে তবে জেনে রাখুন সেটা সম্পূর্ণরূপে 3D আর্টের ম্যাজিক। 3D আর্টের শিল্পীরা এইসব কাজে এত বেশি দক্ষ হয় যে তাদের হাতে আঁকা ছবি চারপাশের জিনিসের সঙ্গে অপূর্বভাবে মিশে যায়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একজন 3D আর্টের শিল্পী একটি বাড়ির দেয়ালের নিচে ঘাসের ওপরে একটি পাল্লাযুক্ত বক্স রেখেছেন। তারপর শুধুমাত্র তুলি এবং রঙের অপরূপ সংমিশ্রনে তিনি সেই বক্সটিকে নিমেষে অদৃশ্য করে দিলেন। ওই শিল্পীর দক্ষতা এতটাই নিপুন যে বক্সটিকে দেখে আপনি বলতে পারবেন না সেটা বক্স না ঘাসের ওপর দাঁড়িয়ে থাকা একটি দেওয়াল। কারণ তিনি বক্সটিকে দেওয়াল এবং ঘাসের অনুকরণে এমনভাবে রং করেছেন যে কোন মানুষের পক্ষে সেটা বোঝা খুব দুর্গম। ভিডিওটির শেষে তিনি বক্সের দরজাটি খুলে দেখালেন, আশ্চর্য্যের ব্যাপার বক্সের পাল্লা বন্ধ হলে বোঝার উপায় নেই যে ওটা দেওয়াল না একটা সাধারণ বক্স। ভিডিওটি এখানে দেখুন-


টুইটারের @HowThingsWork_পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে “খুব চতুর আর্টওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড ম্যাচিং স্পট অন !” ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ২.৭ মিলিয়ন ভিউস এবং ৩৫.৬ হাজার লাইকস অর্জন করেছে।