সবমিলিয়ে এক অন্যন্য বৈচিত্রময় আধুনিক বামমনস্কতা.. এই ছিলেন তিনি.. এমনই ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। যাঁর প্রয়াণে বাঙালির ক্যালেন্ডারে জুড়ে গেল মনে রাখার মতো, স্মৃতিসুধায় ভিজে থাকার মতো আরও একটি নতুন 'তারিখ'। তেইশে শ্রাবণ।

Buddhadeb Bhattacharjee Death: শেষ চক্ষুদানের প্রক্রিয়া! আজ দেহ পিস ওয়ার্ল্ডয়ে, শুক্রতে NRS-এ বুদ্ধদেবের দেহদান

কলকাতাঃ শেষ নিশ্বাস ত‍্যাগ করলেন রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামশাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ তিনি প্রয়াত হন।

বুদ্ধবাবুর দেহ সংরক্ষণ করা হবে আজকে। বামফ্রন্টের বহু নেতা, কর্মী, সমর্থকেরা সারাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে শেষবারের মত বুদ্ধবাবুকে দেখতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্য দেহ আনা হবে পিস ওয়ার্ল্ডয়ে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের টিম মোতায়েন পিস ওয়ার্ল্ডয়ে। আজ, দেহ যেখানে রাখা হবে সেখানে সব রকম ভাবে প্রস্তুতি চলছে।  চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহ দান আগেই করেছিলেন তিনি। ইতিমধ‍্যেই, চিকিৎসকরা এসেছেন। চক্ষু দানের প্রক্রিয়া শেষ। কাল, শুক্রবার এনআরএস-এ দেহ দান করা হবে।

আরও পড়ুনঃ ‘হে বন্ধু, হে প্রিয়…’! ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল‘ ধরা গলায় বারবার বললেন বিমান বসু

চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, ‘ওনাকে কাছ থেকে দেখার, চিকিৎসার সুযোগ হয়েছিল৷ একেবারেই অন্যধরনের মানুষ ছিলেন৷ বার বার সিওপিডি-র সমস্যা হত৷ উনি ফাইটার ছিলেন৷ আগে অনেক বার সুস্থ হয়ে ফিরে এসেছেন৷ এবার আর আমাদের সেই সুযোগ দিলেন না৷’