অজগর সাপ

Jalpaiguri News: গুটিয়ে পড়ে রয়েছে ওটা কী! দড়ি ভেবে কাছে ‌যেতেই চোখ কপালে স্থানীয়দের

জলপাইগুড়ি: কোনও গ্রাম থেকে নয় উদ্ধার হল কংক্রিটের জঙ্গল থেকে এই বিশাল আকৃতির পাইথন। ক্রমশই শহরের মধ্যে কমছে গাছপালার পরিমাণ আর এর কারণে শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মাঝেমধ্যেই বিশাল সাপ। উদ্ধার হল এই পাইথন।

বনদফতরের হাতে তুলে দেয় পরিবেশকর্মীরা। জানা গেছে জলপাইগুড়ি পৌরসভার ২৪ নং ওয়ার্ডের করলা নদীর পাড়ে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তারাই সাপটিকে আটকে রেখে খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।

আরও পড়ুন:ছোট্ট হাতেই তৈরি হচ্ছে বিগ বাজেটের দুর্গা প্রতিমা! অবাক কাণ্ড দুই খুদের

তিনি গিয়ে দেখেন এটি একটি মাস দুয়েকের বার্মিজ পাইথনের ছানা। এরপর সাপটিকে নিয়ে শারীরিক পরীক্ষার পর বন দফতরের হাতে তুলে দেন। তার অনুমান ওই জলাশয়ে আরও পাইথন থাকতে পারে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে