প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)

Cooch Behar News: হঠাৎ নিখোঁজ কৃষক-কন্যা, পরে চা বাগানে গিয়ে যা মিলল… কিশোরীর চরম পরিণতিতে তীব্র চাঞ্চল্য

মেখলিগঞ্জ: এক কিশোরীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মেখলিগঞ্জে। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ওই কিশোরীর নাম শাহিনা খাতুন এবং তাঁর বয়স ১৭ বছর। মৃত ওই কিশোরীর বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে এক চা বাগানের ড্রেনে তাঁর দেহ পড়েছিল। এই দৃশ্য প্রথমে দেখেন স্থানীয় মানুষেরা। মৃতদেহের অনেকাংশ পুড়ে যাওয়ার কারণে প্রথমে কেউ চিনতে পারেননি তাঁর দেহ। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় জামালদহ ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন: বাবাকে খুন করে বাগানে পুঁতল ছেলে, পরে আত্মহত্যার চেষ্টা! যুবকের কাণ্ড শুনে গায়ে কাঁটা দেবে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর বাড়ি উছলপুকুরি গ্রামে। কিশোরীর বাবা একজন ছোট কৃষক। গতকাল দুপুর ১টা থেকে কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আচমকাই তাঁর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় চা বাগান থেকে। ঘটনায় মুহূর্তেই স্থানীয় মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জামালদহ ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

জামালদহ ফাঁড়ির ইনচার্জ মণিভূষণ সরকার জানান, অগ্নিদগ্ধ এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিশোরীর এভাবে মর্মান্তিক পরিণতিতে রীতিমতো শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা গ্রাম। কান্নায় ভেঙে পড়েছেন কিশোরীর বাবা-মা।

Sarthak Pandit