এই মিল সম্প্রসারণ করতেই বিদ্যুৎ সংযোগের আবেদন।

West Bardhaman News : খরচ করছেন লক্ষ লক্ষ টাকা, আবেদন করেছেন নিয়ম মেনে! কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না ব্যবসায়ী

পানাগড়, পশ্চিম বর্ধমান : মহা বিপদে পড়েছেন ব্যবসায়ী। চাইছিলেন ব্যবসা বাড়াতে। সেই কারণে লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করে ফেলেছেন। কারখানার বিদ্যুতের লোড বাড়াতে নতুন সংযোগের আবেদন করেছেন। আবেদন করেছেন সমস্ত নিয়ম মেনে। নতুন সংযোগ পেতে যে খরচ লাগবে, সে খরচ বহন করতেও তিনি রাজি। কিন্তু তবুও পাচ্ছেন না বিদ্যুৎ।

কিন্তু কেন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না? বিদ্যুৎ দফতর সংযোগ দেওয়ার জন্য প্রস্তুত। বিদ্যুৎ দফতরের কর্মীরা নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করতেও এসেছিলেন। কিন্তু বাধ সেধেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, তাদের বাড়ির উপর দিয়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার নিয়ে যাওয়া যাবে না। তারা অভিযোগ করছেন, এই কারখানার ফলে এলাকায় শব্দ দূষণ হয়। তাদের ঘুমে ব্যাঘাত ঘটে। তাছাড়াও হাই ভোল্টেজ বিদ্যুৎ তার গেলে বিপদ হতে পারে। আর সেই কারণেই বিদ্যুৎ সংযোগ পেতে সমস্যায় পড়েছেন পানাগড়বাজারের ব্যবসায়ী রতন আগরওয়াল।

আরও পড়ুন : পদে বসেই উচ্ছেদ নিয়ে কড়া মনোভাব এডিডিএ’র নতুন চেয়ারম্যানের! থাকবে মানবিকতাও

বিষয়টি নিয়ে সমাধান করতে কাঁকসা ব্লক প্রশাসন উদ্যোগী হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই ব্যবসায়ীকে নিয়ে বৈঠক করা হয়েছে। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগের তার আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। তবে এই প্রস্তাবে এখনও পর্যন্ত সম্মতি দেননি স্থানীয়রা। তারা বলেছেন, বিষয়টি নিয়ে তারা আগে আলোচনা করবেন। আগামী সোমবার এই বিষয়ে তারা মতামত দেবেন।

আরও পড়ুন : বাংলায় প্রথম আসানসোলে চালু হতে চলেছে বর্জ্য কর!

ব্যবসায়ী পড়েছেন চিন্তায়। কারণ তিনি সমস্ত নিয়ম মেনে কাজ করেছেন। তিনি তার ব্যবসা সম্প্রসারণ করতে চান। ইতিমধ্যে বহু টাকা ব্যয় করেছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কিন্তু স্থানীয়রা কেন এইভাবে বাধা দিচ্ছেন, তা তিনি বুঝে উঠতে পারছেন না।

নয়ন ঘোষ