হাসপাতাল থেকে চুরি হচ্ছে টোটো

Car Theft: হাসপাতালে গাড়ি রেখে চোখ ফেরালেই ভ্যানিশ! এখানে এলে সাবধান

দক্ষিণ ২৪পরগনা: চিকিৎসা করাতে রোগীর পরিবার অনেক সময়ই চার চাকা গাড়ি, টোটো ইত্যাদি নিয়ে হাসপাতালে আসেন। কেউ আবার বাইক করে হাসপাতালে ভর্তি পরিজনকে দেখতে আসেন। কিন্তু এই গাড়ি নিয়েই দেখা দিয়েছেন নতুন এক বিপত্তি। গাড়ি রেখে চোখ ফেরালেই মুহূর্তের মধ্যে তা হাপিস করে দিচ্ছে চোরের দল।

রোগীর পরিজনরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাচ্ছে টোটো, বাইক ইত্যাদি গাড়ি। যদিও হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকে সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু লাগাতার এই ঘটনায় তাদের নজরদারি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে হাসপাতাল সুপার জানান, অভিযোগটি তিনি শুনেছেন। টোটো চুরি নিয়ে একটা অভিযোগও জমা পড়েছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: এবার বিনা খরচে শিখুন কম্পিউটার! কোথায়, কীভাবে দেখুন….

জানা গিয়েছে, বারুইপুরের এক বাসিন্দা কয়েকদিন আগে বাইক নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে দেখেন তাঁর বাইকটি যেখানে রাখা ছিল সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। এক টোটো চালক রোগীকে নিয়ে বারুইপুর হাসপাতালে এসেছিলেন। এরপর তিনি রোগীকে নিয়ে গিয়ে ভর্তি করেন। তারপর বাইরে এসে দেখেন টোটোটি যেখানে দাঁড় করানো ছিল সেখানে আর নেই। রোগীর পরিজনদের দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে হাসপাতাল চত্বরে আসা গাড়ি চুরি করছে।

সুমন সাহা