Category Archives: হাওড়া
Howrah News: ধরাধামে বৃষ্টির আশায় পথে নামল একদল খুদে! বাঁকড়ায় ধুলোট উৎসব
হাওড়া: ধরাধামে জল নামাতে এবার একদল খুদে! বৈশাখে তীব্র তাপপ্রবাহ চলছে। গরমের প্রভাবে জ্বলছে এতেই নাভিশ্বাস প্রায় সকলের। সকাল থেকে কয়েক ঘন্টা পার হলেই অসহ্য দাবদাহ গরমের ঝলসানি। সকাল পার হলেই রাস্তায় বের হওয়া প্রায় দায়। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস তরফেও দু-এক দিনে জলের সবুজ সংকেত প্রায় অনিশ্চিত। আগামী সপ্তাহে মেঘ-বৃষ্টির দেখা মিলতে পারে। এদিকে লাগাতার গরমের চোখ রাঙানিকে দমন করতে প্রকৃতির কাছে বৃষ্টির আহ্বান।
আরও পড়ুন: ‘পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে চাই’, বলেই এলোপাতাড়ি গুলি! হাওড়ায় হাড়হিম কাণ্ড
এদিন প্রায় শতাধিক কচিকাঁচা ধূলোট উৎসবে মেতে উঠলো।সাধারণ ভাবে একসময় দেখা যেত গ্রামাঞ্চলের কৃষকরা আকাশ থেকে জল নামাতে বিভিন্ন পুজো অর্চনার পাশাপাশি ব্যাঙের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করতেন আকাশ থেকে জল নামাতে। সেই দিক থেকে সর্বশক্তিমান এর কাছে আবেদন নিবেদনে বৃষ্টির আর্জি জানাচ্ছে কচিকাঁচারা। সূর্যের প্রখর রোদে কালঘাম ছুটছে মানুষের। একটানা গরমের লম্বা ইনিংস প্রায় এক মাস পেরিয়েছে বৃষ্টির দেখা নেই। আর এই তীব্র তাপপ্রবাহের ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে মানুষের। সেই দিক থেকে বাঁচাবার জন্য ডাক্তার বাবুরা পরামর্শ দিচ্ছেন বেশি পরিমাণে জল খেতে, সূর্যের তাপ যাতে সরাসরি শরীরে না পড়ে , হালকা পোশাক পড়তে । তবে সকল বঙ্গবাসীর একটাই চাহিদা বৃষ্টির ।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় তৃষ্ণা মিটছে পথিকের
তেমনি বাঁকড়ার লস্কর পাড়ার একদল শিশু তীব্র দাবদাহ থেকে বাঁচাবার জন্য কাদা মাটি মেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন “আল্লা মেঘ দে পানি দে” । মনুষ্য দের হাতে সামান্য ক্ষমতা আর সেই ক্ষমতা যখন আর থাকেনা সর্বশেষ সেই একজনের কাছেই ভরসা করতে হয় সে হলো সর্বশক্তিমান ঈশ্বর । তাই বাঁকড়ার লস্কর পাড়ার খুদেরা কাদা মাটি গায়ে মেখে মুন্সী ডাঙ্গা, বাঁকড়া বাজার, সহ কয়েকটি এলাকায় ঘুরলেন। একই সঙ্গে সকল মানুষকে তাদের ঈশ্বরের কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনার বার্তা। কচিকাঁচাদের এই কর্মকাণ্ডে সামিল হলেন বেশ কিছু মানুষ। আসলে এভাবে আর কিছুদিন চলতে থাকলে ঘটতে পারে প্রাণ হানির মত ঘটনাও। তাই এই জীব কুল সুষ্ঠ ভাবে বেঁচে থাকতে হলে প্রয়োজন বৃষ্টি বা জল। এই বৃষ্টি হলে সকলেই বাঁচব। সেই কথা ভেবেই ছেলে বুড়ো ধুলোট উৎসবে মেতে উঠল বৃষ্টির কামনায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি
Howrah Firing: ‘পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে চাই’, বলেই এলোপাতাড়ি গুলি! হাওড়ায় হাড়হিম কাণ্ড
হাওড়া: দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিলেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ! বাঁকড়ায় রুদ্ধশ্বাস ঘটনা। ভোটের আগেই উত্তপ্ত হাওড়া। পঞ্চায়েত অফিসে চলল গুলি৷ জানা যায়, দুপুরে একটা নাগাদ ৭-৮ গুলি চলে, আহত একাধিক। দুষ্কৃতীদের হাত থেকে বন্দুক কেড়ে প্রাণে বাঁচেন পঞ্চায়েত প্রধান। ভোটের আগেই প্রধানকে খুন করার চেষ্টা বলেই অভিযোগ।
হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত অফিসের ভিতরে এই ঘটনা। ৭-৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। জানা যায় এই ঘটনায় আহত ৩-৪। আচমকা মাথায় কালো কাপড় বেঁধে তিন ব্যক্তি পঞ্চায়েত অফিসে প্রবেশ করে। তিন জনের হাতে তিনটি রিভলবার ছিল। দুপুরে হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তিন দুষ্কৃতী ঢুকে সদস্যদের জিজ্ঞাসা করে তাঁরা প্রধানের সঙ্গে দেখা করতে চায়, কারন জানতে চাইলে কোমর থেকে পিস্তল বের করেই গুলি চালাতে থাকে।
পঞ্চায়েত অফিসের কাঁচের জালনা সহ প্রধানের যে অফিস সেই অফিসের দরজা বুলেটের আঘাতে ছিদ্র হতে যায়। এই ঘটনার জেরে গুরুতর ভাবে আহত হন বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বাবা ও কাকা-সহ আরও কয়েকজন। এই ঘটনার জেরে এলাকা বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। এই ঘটনায় অভিযোগ আজার উদ্দিন লস্কর, শেখ সাজিদ ও ভোলানাথ চক্রবর্তীর বিরুদ্ধে বলেই জানান পঞ্চায়েত প্রধান।
গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা বলেই জানা যায়। সেই রাগের কারনেই প্রধানকে মারার চেষ্টা বলেই অভিযোগ। তিনি আরও বলেন, এর আগেও ওই তিন ব্যক্তি বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এই বিষয়ে বাঁকড়া ফাঁড়িতে জানিয়েওছিলেন প্রধান। তা সত্ত্বেও আজ একেবারেই বাঁকড়া ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দিনে দুপুরে এমন কাণ্ড ঘটে যাওয়ায় স্থানীয় মানুষের মনে আতঙ্কের রেশ।
রাকেশ মাইতি