Category Archives: শিলিগুড়ি

Bangla Video: বিকল্প আয়ের দিশা দেখাতে স্কুলেই পদ্মচাষ, প্রশিক্ষণ নিচ্ছে পড়ুয়ারা

উত্তর দিনাজপুর: পাঁকে নয়, স্কুলের ভিতরেই ফুটেছে পদ্ম! বিকল্প আয়ের দিশা দেখাতে স্কুলে পদ্ম ফুল চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পদ্মফুল বাড়িতে চাষ করতে পারবেন তা হাতে-নাতে শিখে নিচ্ছেন ছাত্রীরা। স্কুলের ভিতরে পুকুর বানানো না গেলেও পদ্ম চাষ সম্ভব। যেটা করে দেখিয়েছেন কলিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের ছাত্রীরা।

ছাত্রীদের এই পদ্ম চাষে ট্রেনিং দিচ্ছেন স্কুলের শিক্ষিকা ইতি মন্ডল। স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ। যেখানে একটি বা দুটি নয় ৫ থেকে ৬ রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে। যেখানে রয়েছে মাইক্রো লোটাস, হোয়াইট পিওনি, স্নো হোয়াইট, শিয়াংলি সহ বিভিন্ন প্রজাতির পদ্ম।

আরও পড়ুন: ১৫০’টি নতুন সিসিটিভি, বাড়ছে নিরাপত্তারক্ষী! এবার নিরাপত্তায় আরও সজাগ জেলা হাসপাতাল

যেকোনও অনুষ্ঠানেই পদ্ম ফুলের চাহিদা অনেক বেশি। বাজারে এক একটি পদ্মফুল ১৫ টাকা থেকে ২০ টাকা দামে বিক্রি করা হয়। শুধু পদ্মফুলই নয় এই পদ্ম ফুলের চারা ও শিকড় বিক্রি করেও মোটা টাকা লাভ করা যায়। টবে কিভাবে হয় পদ্ম চাষ? এ প্রসঙ্গে স্কুল পড়ুয়ারা জানান, বড় জলের পাত্রে তিনভাগ কাদামাটি ও উপরের দিকে এক ভাগ জল রাখতে হয়। সেখানে শেকড় রাখতে হবে। এরপর ভার্মি কম্পোস্ট দিয়ে পাত্রটি নিয়মিত রোদে রাখতে হবে। সেখান থেকেই গাছ হবে। আর গাছ বড় হলেই মাস দুয়েকের মধ্যে সেখান থেকেই রংবেরঙের পদ্মফুল ফুটবে ।

পিয়া গুপ্তা