চাষের জমিতে লুকিয়ে বিপদ

North 24 Parganas News: মর্মান্তিক! চুরি আটকাতে চাষের জমিতে বিদ্যুতের তার! প্রাণ গেল অবলা প্রাণীর

উত্তর ২৪ পরগনা: ফসলের ক্ষেতে অনেক সময় চুরি আটকাতে বিদ্যুতের তার জড়িয়ে রাখতে দেখা যায় চাষিদের। তবে এমন ঘটনা চরম বিপদ ডেকে আনতে পারে। সেই ঘটনাই ঘটল সীমান্ত এলাকায়। প্রশাসনের তরফ থেকে এমন কাজ না করার জন্য সচেতনতা প্রচার চালানো হলেও বহু ক্ষেত্রে দেখা যায় চাষিরা নিজেদের ফসল সুরক্ষিত রাখার জন্য এই পন্থাই অবলম্বন করে থাকেন।

বাগদা থানার কনিয়ারা ১ পঞ্চায়েতর মালিপোতা এলাকার একটি বেগুন ক্ষেতে চুরি আটকাতে বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন জমির মালিক। আর সেই বিদ্যুতের তারেই মৃত্যু হল এক অবলা প্রাণীর। ঘটনায় রীতিমত ক্ষুব্ধ এলাকার মানুষজন। শুধু তা-ই নয়, ওই বিদ্যুতের তারে তড়িদাহত হয়েছেন এক চাষিও। জমির পাশ থেকে যাওয়ার সময় বিদ্যুতের তারে হাত লাগায় ছিটকে ফেলে দেয় তাকে। তবে ঘটনাক্রমে কোনওমতে বেঁচে যান ওই চাষি।

আরও পড়ুন: পানীয় জলের সংকট মিটতে চলেছে পাহাড়ে! ২০০ কোটির প্রকল্পে হাসি ফিরবে পাহাড়বাসীর

জানা গিয়েছে, ওই বেগুন ক্ষেতের মালিকের নাম কুরমান মণ্ডল। বাসিন্দাদের অভিযোগ, কুরমান তাঁর জমিতে বেআইনিভাবে বৈদ্যুতিক তার লাগিয়ে রেখেছিল। সেই জমিতেই এদিন একটি ষাঁড়কে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। জমির পাশে থাকা রাস্তা দিয়েই স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। যে কোনও সময়ে বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান এলাকার মানুষজন। এই ঘটনার জন্য জমির মালিকের শাস্তিরও দাবি জানাচ্ছেন অনেকে। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ। বিদ্যুৎ দফতরে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বিষয়টি নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এ ধরনের অমানবিক ঘটনা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে, তাই সচেতন করা হচ্ছে চাষিদের।

Rudra Narayan Roy