প্রধানমন্ত্রীকে চিঠি

Jhargram News: বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ দিক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি

ঝাড়গ্রাম : নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত একাধিক এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শনের পর তিনি জোড় গলায় বলেছেন এই বন্যা প্রাকৃতিক নয় এটি ‘ম্যানমেড’ বন্যা। এরই মধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে এই দাবিকে সামনে রেখে ইমেলের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডেপুটেশন প্রদান করল জঙ্গলমহল স্বরাজ মোর্চা।

আরও পড়ুন: উত্তরবঙ্গে বহু ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তনের ঘোষণা রেলের! পুজোর আগে যাত্রীদের প্রবল ভোগান্তি

প্রধানমন্ত্রীকে ডেপুটেশন প্রদানের পাশাপাশি ১০ দফা দাবিকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঝাড়গ্রামের জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করেছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। জঙ্গলমহল স্বরাজ মোর্চার ডেপুটেশনের মূল বিষয়বস্তু হল, অবিলম্বে বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের জোগান এবং তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে। অপরদিকে বন্যা কবলিত এলাকাগুলির জন্য সমস্ত প্রকার কৃষি ঋণ মুকুব করতে হবে। এছাড়াও বন্যা কবলিত এলাকা থেকে জল নেমে গেলে ক্ষতিগ্রস্ত মানুষদের গৃহ নির্মাণের জন্য দ্রুত অর্থ প্রদান করতে হবে রাজ্যকে। এছাড়াও একাধিক দাবি তুলেছেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাতো।|

আরও পড়ুন: মুড়ি মুড়কির মতো ওষুধ খাচ্ছেন? লিভারের মহাশত্রু এই ৩ ওষুধ! নোট করে নিন নাম! জানুন কী বলছেন বিশেষজ্ঞ

জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্র কমিটির সভাপতি অশোক মাহাতো বলেন, “বন্যা কবলিত এলাকার জন্য কেন্দ্র সরকারকে অবিলম্বে রাজ্য সরকারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। এছাড়াও কেন্দ্র সরকারকে সব সময় ডিভিসি, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটি সামঞ্জস্য রাখতে হবে। জল ছাড়ার আগে রাজ্যকে যেন নির্দিষ্ট তথ্য প্রদান করে ডিভিসি। এছাড়াও এই সমস্যার স্থায়ী সমাধানের পথেও ভাবনা চিন্তা করতে হবে কেন্দ্রকে-সহ মোট ১০ দফা দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ডেপুটেশন প্রদান করা হয়েছে আমাদের পক্ষ থেকে। এছাড়াও জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও ডেপুটেশন প্রদান করা হয়েছে। মূলত বন্যা কবলিত এলাকাগুলির জন্য সমস্ত প্রকার কৃষি ঋণ মুকুবের দাবি জানানো হয়েছে। বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্যের জোগান এবং চিকিৎসা পরিষেবা পৌঁছনোর দাবিও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে”।

নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির জলের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এর মধ্যেই ফের শুরু হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টিপাত। ফলে আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে বানভাসীদের। রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি ঘাটালের সমস্যার স্থায়ী সমাধানও চাইছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা।