Tag Archives: Prime Minister

Jhargram News: বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ দিক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি

ঝাড়গ্রাম : নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত একাধিক এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শনের পর তিনি জোড় গলায় বলেছেন এই বন্যা প্রাকৃতিক নয় এটি ‘ম্যানমেড’ বন্যা। এরই মধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে এই দাবিকে সামনে রেখে ইমেলের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডেপুটেশন প্রদান করল জঙ্গলমহল স্বরাজ মোর্চা।

আরও পড়ুন: উত্তরবঙ্গে বহু ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তনের ঘোষণা রেলের! পুজোর আগে যাত্রীদের প্রবল ভোগান্তি

প্রধানমন্ত্রীকে ডেপুটেশন প্রদানের পাশাপাশি ১০ দফা দাবিকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঝাড়গ্রামের জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করেছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। জঙ্গলমহল স্বরাজ মোর্চার ডেপুটেশনের মূল বিষয়বস্তু হল, অবিলম্বে বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের জোগান এবং তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে। অপরদিকে বন্যা কবলিত এলাকাগুলির জন্য সমস্ত প্রকার কৃষি ঋণ মুকুব করতে হবে। এছাড়াও বন্যা কবলিত এলাকা থেকে জল নেমে গেলে ক্ষতিগ্রস্ত মানুষদের গৃহ নির্মাণের জন্য দ্রুত অর্থ প্রদান করতে হবে রাজ্যকে। এছাড়াও একাধিক দাবি তুলেছেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাতো।|

আরও পড়ুন: মুড়ি মুড়কির মতো ওষুধ খাচ্ছেন? লিভারের মহাশত্রু এই ৩ ওষুধ! নোট করে নিন নাম! জানুন কী বলছেন বিশেষজ্ঞ

জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্র কমিটির সভাপতি অশোক মাহাতো বলেন, “বন্যা কবলিত এলাকার জন্য কেন্দ্র সরকারকে অবিলম্বে রাজ্য সরকারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। এছাড়াও কেন্দ্র সরকারকে সব সময় ডিভিসি, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটি সামঞ্জস্য রাখতে হবে। জল ছাড়ার আগে রাজ্যকে যেন নির্দিষ্ট তথ্য প্রদান করে ডিভিসি। এছাড়াও এই সমস্যার স্থায়ী সমাধানের পথেও ভাবনা চিন্তা করতে হবে কেন্দ্রকে-সহ মোট ১০ দফা দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ডেপুটেশন প্রদান করা হয়েছে আমাদের পক্ষ থেকে। এছাড়াও জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও ডেপুটেশন প্রদান করা হয়েছে। মূলত বন্যা কবলিত এলাকাগুলির জন্য সমস্ত প্রকার কৃষি ঋণ মুকুবের দাবি জানানো হয়েছে। বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্যের জোগান এবং চিকিৎসা পরিষেবা পৌঁছনোর দাবিও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে”।

নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির জলের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এর মধ্যেই ফের শুরু হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টিপাত। ফলে আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে বানভাসীদের। রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি ঘাটালের সমস্যার স্থায়ী সমাধানও চাইছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা।

Thailands PM: বয়স মাত্র ৩৭ বছর, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

থাইল্যান্ড: মাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনিই থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুক্রবার সংসদে ভোটাভুটি হয়। সেখানেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন।

দু’দিন আগেই নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সেথ্রা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় থাইল্যান্ডের আদালত। ঘুষের দায়ে জেল খাটা আসামীকে মন্ত্রিপরিষদের সদস্য মনোনীত করেছিলেন তিনি। এরপরই সামনে আসে পেতংতার্নের নাম।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে রাজত্ব করছে সিনাওয়াত্রা পরিবার। পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। কাকা ইংলাক সিনাওয়াত্রাও সে দেশের রাজনীতিতে পরিচিত নাম।

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

পেতংতার্ন সিনাওয়াত্রা ফেউ থাই পার্টির নেতা। তবে নির্বাচিত সাংসদ নন। সেথ্রা থাভিসিনকে ক্ষমতাচ্যুত করার পর ফেউ থাই পার্টির তরফে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তাঁর নাম অনুমোদন করা হয়। শুক্রবার সংসদে শুরু হয় ভোটাভুটি। তাতেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন পেতংতার্ন।

পেতংতার্নের পিতা থাকসিন থাইল্যান্ডের অন্যতম ধনকুবের। তিনিই প্রথম রাজনীতিবিদ যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব সামলান তিনি। ২০০৫ সালে সামরিক অভুত্থানের পর তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। পেতংতার্নের জয়ের পিছনে থাকসিনের জনপ্রিয়তা এবং প্রভাব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

তবে বাবার ছায়া থেকে বেরিয়ে থাইল্যান্ডের রাজনীতিতে নিজের পরিচয় তৈরি করতে চান পেতংতার্ন। তিনি বলেছেন, “আমি চিরকাল থাকসিনের মেয়েই থাকব। কিন্তু তাঁর ছায়ায় নয়। আমার নিজস্ব সিদ্ধান্ত রয়েছে।’’ তবে থাকসিনের ছায়া থেকে বেরিয়ে আসার কাজটা মোটেই সহজ হবে না পেতংতার্নের। এ কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। পেতংতার্ন বলেছেন, “আজও থাকসিনের বিপুল রাজনৈতিক জনপ্রিয়তা রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসাটা সহজ নয়।’’

এই মুহূর্তে রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে থাইল্যান্ড। গত সপ্তাহেই প্রোগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে আদালত। তারপর সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়। আদালতের পরপর দুটি রায়ে রীতিমতো কাঁপন ধরে গিয়েছে থাইল্যান্ডের রাজনীতিতে। পেতংতার্ন এই পরিস্থিতি থেকে দেশকে কীভাবে বের করে আনেন, এখন সেটাই দেখার।

Hooghly News: উপহার দিয়েছিলেন হাতে আঁকা ছবি! প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠালেন চন্দননগরের যুবককে

হুগলি: গত ১২ই মে চুঁচুড়া ময়দানে নির্বাচনী জনসভা করতে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভায় বক্তব্য রাখতে রাখতে হঠাৎ চোখ পড়ে এক যুবকের দিকে। ওই যুবক হাতে আঁকা একটি ছবি বাঁধিয়ে নিয়ে মাথার ওপরে তুলে কিছু বলছেন। মঞ্চ থেকে তা দেখেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই সেই ছবি উপহার স্বরূপ প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন ওই যুবক ছবির পিছনে লিখে দিয়েছিলেন নিজের নামও বাড়ির ঠিকানা। তারপরেই প্রধানমন্ত্রীর হাতে লেখা চিঠিতে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে ওই যুবকের বাড়িতে।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আর একটি বাসের! আহত ২৫ জন চিকিৎসাধীন

এই ছবি যে এঁকেছে সেই ছেলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নাম দেবতনু মুখার্জী। চন্দননগরের লালবাগানের বাসিন্দা দেবতনু। ছবিতে দেবতনু এঁকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মা হীরাবেনকে। ছবি তে দেখা যায় প্রধানমন্ত্রী নিচে বসে আছেন, আর তার মা হীরাবেন তাঁকে কিছু বোঝাচ্ছেন, আর মন দিয়ে সেই কথা শুনছেন মোদীজি। সেই ছবি এসপিজি কে নিজের কাছে নিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী বলেন ছবির পিছনে নিজের নাম ও ঠিকানা লিখে দিতে, তিনি আরওবলেন সময় করে তাকে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী।

এবার সেই স্বপ্ন হল সত্যি দীপতনুর। গতকাল দুপুরে দেবতনুর লালবাগানের অ্যাপার্টমেন্ট পিওন চিঠি আনতেই নিজের চোখ কে বিশ্বাস করতে পারেননি দেবতনুর মা দীপ্তি মুখার্জী। তিনি বলেন আমি আজ খুব গর্বিত।আমি ভাবতে পারিনি ভারতের প্রধানমন্ত্রী চিঠি পাঠাবেন।উনি ওনার কথা রেখেছেন।উনি বলেছিলেন উনি মুগ্ধ ওনার মায়ের ছবি এঁকেছিলেন দেবতনু।

এই বিষয়ে দেবতনু তিনি বলেন, তিনি নিজে বিশ্বাস করে উঠতে পারছেন না তার মতন একজন সামান্য ক্ষুদ্র মানুষকেও প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা দেওয়া। এই চিঠি তার কাছে একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর থেকে কিছু কম নয়। হাজারো ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী কিভাবে নিজের কথা রাখেন তার প্রমাণ আবারও পাওয়া গেল দেবতনুর কাছে আশা এই চিঠির মধ্যে দিয়ে।

রাহী হালদার

Narendra Modi: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি, দেখুন সেই মুহূর্তে

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির সামনে শপথ নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিজের কাজ শুরু করলেন মোদি।

Nitish Kumar as Prime Minister of India: নীতীশকে প্রধানমন্ত্রিত্বের টোপ? চাঞ্চল্যকর দাবি জেডিইউয়ের, খারিজ করল ইন্ডিয়া জোট

নয়াদিল্লি: মোদির তৃতীয় বার শপথগ্রহণের এক দিন আগে চাঞ্চল্যকর দাবি করল জেডিইউ। জনতা দল (ইউনাইটেড)-এর নেতা কে ত্যাগী দাবি করেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ার ও প্রস্তাব দেওয়া হয়েছিল নীতীশ কুমারকে।

আরও পড়ুন: চিরাগ পাসোয়ান থেকে কুমারস্বামী- মোদির মন্ত্রিসভায় কারা? বাংলা থেকেই বা কে মন্ত্রী হতে পারেন?

ত্যাগী জানিয়েছেন প্রস্তাব দেওয়া হলেও তাতে গুরুত্ব দেয়নি জেডিইউ। কারণ তারা এনডিএ-র সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই ইন্ডিয়া জোট থেকে যেই প্রস্তাবই আসুক না কেন তাতে জেডিইউ আগ্রহী হবে না। তিনি আরও জানান, যখন মন্ত্রকবণ্টন নিয়ে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা চলছিল, তখনই বিজেপিকে জানানো যে আগামী পাঁচ বছর বিজেপির নেতৃত্বে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে জেডিইউ। তার মতে এনডিএ সরকারে কে মন্ত্রী হবে কে হবে না তা নরেন্দ্র মোদির বিবেচনাধীন। যদিও নীতীশকে প্রধানমন্ত্রীর পদ পাইয়ে দেওয়ার প্রস্তাব অস্বীকার করেছে ইন্ডিয়া শিবির।

শুক্রবারই এনডিএ জোটের নেতা হিসাবে মোদির নামে সিলমোহর দেয় জোট। তার পরেই তোরজোর শুরু হয় তৃতীয় বার মোদির মন্ত্রীসভা গঠন এবং শপথগ্রহণের। এনডিএ জোটের সেই সভায় নীতীশ কুমার প্রতিশ্রুতি দেন যে তিনি এবং তাঁর দল সব সময় এনডিএ সরকারে থাকবে।

Lok Sabha Election 2024: উপহারের ঠেলায় বারবার থামতে হল মোদিকে

বীরভূম: একে তীব্র গরম, তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তার উপর ছোট-বড় নেতা, মোদিভক্ত আমজনতার পাল্লা দিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার চেষ্টা। সব মিলিয়ে বারেবারে ছন্দপতন ঘটল নরেন্দ্র মোদির সভায়। বারবার ভাষণ থামাতে হল মোদিকে।

কেউ নিজের হাতে আঁকা ভারতের মানচিত্র, আবার কেউ এনেছিলেন স্কেচ করা মোদির ছবি। কারওর হাতে আবার ছিল শিবভক্ত মোদির জন্য আরাধ্য দেবতার ছবি। সবাই নিজেদের উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। ফলে নিজের বক্তব্য রাখার সময় বারবার থামতে হয় প্রধানমন্ত্রীকে। এই ছন্দপতনের জন্য বারেবারে বিব্রত হতে হচ্ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের।

শুক্রবার সাঁইথিয়া ব্লকের পাশেই আমোদপুরের মেলার মাঠে বীরভূমের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। জনসভর মাঠ ভরানোর জন্য বীরভূমের বিজেপি নেতৃত্ব পাশের জেলা বর্ধমান, পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বাস ভরতি করে সমর্থকদের নিয়ে এসেছিলেন। প্রায় ৯০ হাজার থেকে ১ লক্ষ মানুষের সমাগম ঘটে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারের লোকসভা নির্বাচনের প্রচার পর্বে সবচেয়ে বড় জনসমাবেশটা আমোদপুরের মাঠেই হল।

আর‌ও পড়ুন: ওদের জন্য শহরজুড়ে বসল জলের পাত্র

হ্যাঙারের ধাঁচ সমাবেশের মন্ডপ সাজানো হয়েছিল।কাঠফাটা রোদে মাঠের বাইরে রাস্তায় রীতিমত মেলা বসে যায়। কেউ নিয়ে বসেছিলেন বোতল বোতল জল, কেউ ঘুগনি মুড়ি, কেউ আবার শসা। মাঝের হ্যাঙারে আগে থেকেই নিজের হাতে আঁকা জল রং দিয়ে ভারতের মানচিত্র নিয়ে হাজির হয়েছিল আস্তিক চট্টোপাধ্যায়। দশম শ্রেণির ছাত্রর বাড়ি বর্ধমান।সেখান থেকেই মোদিজির জন্য তার এই ছবি আনা। এমন আরও অনেকেই প্রধানমন্ত্রীর জন্য উপহার নিয়ে এসেছিলেন।

নরেন্দ্র মোদি ভাষণ শুরু করতেই তাঁর জন্য আনা উপহার মাথার উপরে তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে শুরু করেন। অনেকটা খেলার মাঠের পোস্টার দেখানোর মত তাঁরা নিজেদের উপহার নিয়ে সভার সামনে চলে যন।ত বে এত মানুষের মাঝেও চোখ এড়ায়নি নরেন্দ্র মোদির।

তিনবার তিনি বক্তৃতা থামাতে হয় প্রধানমন্ত্রী কে। প্রায় জনা দশেক কিশোর বালক সকলেই মোদির হাতে তাদের উপহার তুলে দিতে চায়। প্রথমবার মোদি বলেন, ‘ঠিক আছে, আমার জন্য আনা উপহার আমি গ্রহণ করলাম। আমার দফতর থেকে তার প্রাপ্তি স্বীকার করে আপনার ঠিকানায় চিঠি চলে যাবে।’ তাতেও বেশ কিছু কিশোর নাছোড়। তারা হাতে উপহার তুলে দেবেই। তারা জানায়, রাত জেগে প্রিয় প্রধানমন্ত্রীর জন্য উপহার বানিয়েছেন। ফের বক্তব্য থামিয়ে নিরাপত্তা কর্মীদের বলেন, এক বালকের থেকে শিবলিঙ্গের কাট আউট নিয়ে আসতে। তবে বারবার প্রধানমন্ত্রী ভাষণ থামানোয় বীরভূমে তিনি বেশিক্ষণ বক্তব্য রাখার সুযোগ পাননি।

সৌভিক রায়

Prime Minister: নবাবের জেলা থেকে এবারে প্রধানমন্ত্রী! হৈ হৈ কাণ্ড মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ: লোকসভা ভোটের প্রাক্কালে বাংলার নবাবি আমলের রাজধানী থেকে শপথ নিলেন প্রধানমন্ত্রী! মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৩০ নম্ব আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদের সাধারণত নির্বাচন অনুষ্ঠিত হল। ইভিএমে ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রীদের বেছে নিল স্কুলের কচিকাঁচারা।

সর্বোচ্চ ভোট প্রাপক হিসেবে এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অর্পন মণ্ডল শিশু সংসদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। ১৩৮ টি ভোটের মধ্যে ৪০ টি ভোট পেয়েছে সে। ৯৬ শতাংশ ছাত্রছাত্রী এই মজার ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়। ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে লাইন ছিল। এমনকি ছিল নিরাপত্তা রক্ষী থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিও। সংবাদ মাধ্যমের প্রতিনিধি কীভাবে ভোট পরিচালনা হচ্ছে তাও খতিয়ে দেখেন। যে কোনও রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছিল নিরাপত্তা রক্ষীরাও। প্রতি বছরের ন্যায় এবারও ভোটাধিকার প্রয়োগ করে শিশু সংসদের পাঁচ মন্ত্রী এবং বিদ্যালয়ের গ্রন্থগারমন্ত্রী বেছে নেওয়া হয়।

আর‌ও পড়ুন: মা দুর্গার আরাধনাকে টেক্কা দিচ্ছে শীতলা পুজো! আয়োজনের বহর দেখলে চোখ কপালে উঠবে

সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। চতুর্থ শ্রেণির দীপ মণ্ডলের প্রতীক ছিল বল। এছাড়াও বই, মাইক্রোফোন, ঝাড়ু, গাছ, সিলিন্ডার, জলের বোতল, সাবান, টুপি, এমনকি পেন চিহ্নে লড়াই করে খুদেরা। এদিকে বন্ধুদের ভোটে প্রধানমন্ত্রী হতে ফেরে খুব খুশি অর্পণ।

কৌশিক অধিকারী