চৈত্র সেল 

Chaitra Sale: চৈত্র সেলে বিক্রি কম, চিন্তায় ব্যবসায়ীরা

পূর্ব বর্ধমান: চৈত্র সেলের অপেক্ষায় থাকেন বহু মানুষ। সাধারণত এই সেলের সময় কম দামের মধ্যে অনেক জিনিস পাওয়া যায়। সেরকমই বর্ধমান পুরসভার উদ্যোগে বর্ধমান শহরেও প্রায় একমাস ধরে এই চৈত্র সেল চলছে। শহরের উৎসব ময়দানে আয়োজিত হচ্ছে এই চৈত্র সেল। প্রথম এখানে চৈত্র সেলের আয়োজন করা হয়েছে। সেলে ভিড়ও করছেন বহু মানুষ। তবে বিক্রি তুলনামূলকভাবে কম হচ্ছে বলেই জানালেন বিক্রেতারা।

বর্ধমান শহরের এই চৈত্র সেলে অংশ নেওয়া বেশ কিছু বিক্রেতার দাবি, তাঁদের প্রচুর লস হয়ে গিয়েছে। ভাল লাভের আশায় এসেছিলেন, কিন্তু সেই অর্থে কিছুই লাভ হয়নি। দোকানের টাকা কীভাবে দেবেন এখন সেই চিন্তার। জানা গিয়েছে, পুরসভার তরফে প্রত্যেক স্টলের কাছে ৮ হাজার টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু বিক্রেতাদের অভিযোগ, তাঁরা পুরসভার কাছ থেকে সেই অর্থে কোনওরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। এমনকি উৎসব ময়দানে আয়োজিত এই সেল অগ্নিনির্বাপক কেন্দ্রের অনুমতি ছাড়াই চলছে।

আর‌ও পড়ুন: ডানা দেখতে সাপের মত! বিরল মথের খোঁজ বক্সায়

আগে এই সেল বি সি রোডে হত। তখন ব্যাপক যানজট হত। তাই যানজট নিয়ন্ত্রণের জন্য এবং ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য টাউন হল ময়দানে সেল শুরু করা হয়। তাতেই কেনাকাটায় ভাঁটা দেখা যাচ্ছে বলে অনেকের অভিমত।

চলতি ইংরেজি মাসের ১৫ তারিখ পর্যন্ত এই চৈত্র সেল চলবে বলে জানা গিয়েছে। তবে বিক্রেতাদের ধারণা শহর থেকে একটু দূরে এই চৈত্র সেলের কারণে এবছর অন্যান্য বারের তুলনায় ভিড় বেশ খানিকটা কম হচ্ছে।

বনোয়ারীলাল চৌধুরী