২৫ টাকার বার্গার 

Cheap Burger Price: কম খরচে ফাস্টফুডের সেরা ঠিকানা! সুস্বাদু বার্গারের নামমাত্রা দাম শুনে চমকে যাবেন

আপনি কি খাদ্য রসিক? ফাস্টফুডের প্রতি ভীষণ ক্রেজ? সন্ধ্যা হলেই মনটা খাই খাই করে। কম টাকায় দুর্দান্ত একটি ফাস্টফুডের হদিশ মিলল পুরুলিয়ায়।
আপনি কি খাদ্য রসিক? ফাস্টফুডের প্রতি ভীষণ ক্রেজ? সন্ধ্যা হলেই মনটা খাই খাই করে। কম টাকায় দুর্দান্ত একটি ফাস্টফুডের হদিশ মিলল পুরুলিয়ায়।
মাত্র ২৫ টাকার বিনিময়ে পুরুলিয়ার শহরে পাওয়া যাচ্ছে বার্গার। ‌ শুনতে অবাক লাগলেও পুরুলিয়ার দুই গৃহবধূ এই কাজ করে চলেছেন প্রতিনিয়ত।
মাত্র ২৫ টাকার বিনিময়ে পুরুলিয়ার শহরে পাওয়া যাচ্ছে বার্গার। ‌ শুনতে অবাক লাগলেও পুরুলিয়ার দুই গৃহবধূ এই কাজ করে চলেছেন প্রতিনিয়ত।
গুণমান বজায় রেখে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে পুরুলিয়া শহরের সদর পাড়া দুর্গা মন্দিরের সামনে ২৫ টাকার বিনিময়ে বার্গার বিক্রি করছেন তারা। সন্ধ্যা হতে না হতেই তাদের দোকানে ভিড় জমান অনেকে।
গুণমান বজায় রেখে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে পুরুলিয়া শহরের সদর পাড়া দুর্গা মন্দিরের সামনে ২৫ টাকার বিনিময়ে বার্গার বিক্রি করছেন তারা। সন্ধ্যা হতে না হতেই তাদের দোকানে ভিড় জমান অনেকে।
পরিবারের পাশে দাঁড়াতে দীর্ঘ পাঁচ বছর আগে দুই বন্ধু মিলে শুরু করেছিলেন এই ব্যবসা। ‌নিজেরাই ঠেলাগাড়িতে করে নিয়ে আসেন তাদের দোকানের সমস্ত জিনিস। ‌ সমস্ত কাজ তারা দুজনে একা হাতে সামলান।
পরিবারের পাশে দাঁড়াতে দীর্ঘ পাঁচ বছর আগে দুই বন্ধু মিলে শুরু করেছিলেন এই ব্যবসা। ‌নিজেরাই ঠেলাগাড়িতে করে নিয়ে আসেন তাদের দোকানের সমস্ত জিনিস। ‌ সমস্ত কাজ তারা দুজনে একা হাতে সামলান।
পুরুলিয়া শহরের জনপ্রিয় দোকান গুলির মধ্যে অন্যতম এই বার্গারের দোকানটি। কচিকাঁচাদের কাছে খুবই পছন্দের এই দোকান। আগামী দিনে এই দোকান নিয়ে অন্যান্য অনেক পরিকল্পনা রয়েছে দুই মহিলা ব্যবসায়ীর।
পুরুলিয়া শহরের জনপ্রিয় দোকান গুলির মধ্যে অন্যতম এই বার্গারের দোকানটি। কচিকাঁচাদের কাছে খুবই পছন্দের এই দোকান। আগামী দিনে এই দোকান নিয়ে অন্যান্য অনেক পরিকল্পনা রয়েছে দুই মহিলা ব্যবসায়ীর।