পরপর করোনা ভ্যাকসিন নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা, দেখে নিন কারা কারা পেলেন

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটাররা একে একে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (COVID-19 vaccine) নিয়ে নিচ্ছেন৷ এদিনই ভারত অধিনায়ক বিরাট কোহলি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন৷ এদিন কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য হাতিয়ার হিসেবে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara ) ও তাঁর স্ত্রী পূজা(Puja ) ৷ সারা দেশের কোটি কোটি মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছেন৷

পূজারা ও তাঁর স্ত্রী পূজা দুজনেই করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেছে৷ পূজারা জানিয়েছেন  যত দ্রুত সম্ভব সব মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য৷ তিনি ট্যাগলাইনে লিখেছেন, ‘‘ পূজা আর আমি ভ্যাকসিন , পেলাম, যাঁরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাঁরা সকলে আবেদন করুন আর ভ্যাকসিন নিন৷ ’’

আইপিএলের (IPL)  চোদ্দতম মরশুমের খেলা স্থগিত হয়ে যাওয়ার পরেই পূজারাও নিজের বাড়িতে ফিরেছেন৷ বিসিসিআইয়ের (BCCI) এই সিদ্ধান্ত সামনে আসে যখন বায়োবাবল ভেঙে একাধিক দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্টস্টাফ পজিটিভ হন৷

ভারতের অন্যতম জোরে বোলার ইশান্ত শর্মা (Ishant Shamra) ও তাঁর স্ত্রী প্রতিমা সিং (Pratima Singh)  সোমবার দিনই ভ্যাকসিন নিলেন৷ ফ্রন্টলাইন ওয়ার্কার যাঁরা এই ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন তাঁরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷

ইশান্তও একইভাবে আবেদন করেছেন যত সম্ভব তাড়াতাড়ি ভ্যাকসিন নিতে৷  আর ভ্যাকসিন ়দেওয়ার কাজ করছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন৷ তিনিও নিজের ভ্যাকসিন কেন্দ্রের বাইরের ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন৷

 

View this post on Instagram

 

A post shared by Ishant Sharma (@ishant.sharma29)

গত সপ্তাহে অজিঙ্ক রাহানে এবং শিখর ধাওয়ান এবং পেসার উমেশ যাদব ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন৷

পূজারা , কোহলি, ইশান্ত ও রাগানে সামনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন৷ সাদাম্পটনে নিউজিল্যান্ড বনাম ভারত খেলবে৷