উপকূলে দুর্যোগের আশঙ্কা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দফতরের। আজ, বুধবারও আংশিক মেঘলা আকাশ। বেলা যতো বাড়বে গরম ও অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে।

Child Death: বৃষ্টিতে মাঠে ধান কাটতে যাওয়াই হল কাল! বজ্রপাতে প্রাণ গেল নাবালকের

শীতলকুচি: আচমকাই বাজ পড়ে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমার অন্তর্গত শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

মৃত ওই নাবালকের নাম দ্বীপজয় বর্মন এবং তার বয়স ১৫ বছর। মৃত ওই নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মাথাভাঙা মর্গে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকেই আকাশ প্রচণ্ড খারাপ ও বৃষ্টি থাকায় জমির ধান কাটার প্রয়োজন ছিল। সেজন্য দ্বীপজয় বর্মণ এদিন জমিতে ধান কাটার কাজ করছিল। ধান কাটার কাজ করার সময় আবারও বৃষ্টি নামে। তখনই হঠাৎ বাজ পড়লে গুরুতর জখম হয় দ্বীপজয়।

আরও পড়ুন: প্রচার শেষ হতেই সায়নী বললেন, ‘আমি জিতে গেছি’! যাদবপুরে কি জিতে গেল তৃণমূল? জানুন

দ্রুত পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁকে মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানিয়ে দেন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।” মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দ্বীপজয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ।

আরও পড়ুন: দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি ‘দার্জিলিং’ শব্দের মানে জানেন?

ময়নাতদন্তের পর দেহ দেওয়া হবে পরিবারের কাছে। তবে বাড়ির ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা পরিবার। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত মানুষকে সাবধান করা হয়েছে। আকাশ খারাপ থাকার সময় যাতে কোনও ব্যক্তি বাড়ির বাইরে না বেরোন কিংবা মাঠে কাজ না করেন।

Sarthak Pandit