উত্তরবঙ্গ, দার্জিলিং, দেশ North Sikkim Landslide: ভয়ঙ্কর দৃশ্য! সিকিমে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে বড় পাথর, বিরাট সমস্যায় পর্যটকরা Gallery October 22, 2024 Bangla Digital Desk ফের ধস নামল উত্তর সিকিমে। এবার ধস নামল চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তায়। ধসের কারণে বন্ধ রাস্তা দিয়ে যান চলাচল। পাহাড়ের উপর থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ে নীচে, এর জেরেই আতঙ্কে রয়েছে এলাকাবাসী থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। ইতিমধ্যেই সিকিমে শুরু হয়েছে তুষারপাত সেই কারণে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রচুর পর্যটক। পর্যটনের ভরা মরশুমে রাস্তায় ধস পরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল স্বাভাবিক ভাবেই চিন্তায় মাথায় হাত পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। পাহাড় থেকে পাথরের বৃষ্টি, বড় বড় পাথর গড়িয়ে পড়ে চুংথাং থেকে লাচুংগামী সড়কের উপর, এর জেরেই ঘটে বিপত্তি বন্ধ হয় যান চলাচল। ঘটনা ঘিরে নিমিষেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সামনেই কালীপুজো তার আগে ফের ধসে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিম যাওয়ার রাস্তা, এর জেরে কপালে হাত পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের। তবে ধসের জেরে হতাহতের কোন খবর নেই। ইতিমধ্যেই পুরো এলাকাটি পরিদর্শন করে ধস কবলিত এলাকা পরিদর্শন করে দেখবেন প্রশাসন। সমস্ত বিষয় ঠিক থাকলে ধস পরিষ্কারের কাজ শুরু করে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আপাতত চুংথাং থেকে লাচুংগামী রাস্তায় বন্ধ রয়েছে যান চলাচল।