দুর্গাপুরের বেনাচিতিতে মুখ্যমন্ত্রীর রোড শো।

West Burdwan News: দুর্গাপুরে কীর্তির সমর্থনে মেগা রোডশো মুখ্যমন্ত্রীর! কিন্তু হাঁটতে হাঁটতে কেন থামলেন বারবার?

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: চতুর্থ দফা অর্থাৎ আগামী সোমবার ১৩ মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। প্রচারের শেষ সপ্তাহে এসে ঝাঁঝ বাড়াচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। এমন অবস্থায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মেগা রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের অন্যতম ব্যস্ত এলাকা বেনাচিতিতে এদিন মঙ্গলবার বিকেলে বিশাল রোড শো করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর রোড শো উপলক্ষে এদিন বেনাচিতি এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর রোড শো’র নির্ধারিত রাস্তার দুপাশে দেওয়া হয়েছিল ব্যারিকেড। ব্যারিকেডের দু’পাশে বহু মানুষের ভিড় দেখা গিয়েছে। দলীয় পতাকা হাতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। তা ছাড়াও প্রচুর সংখ্যায় মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এ দিন রোড শো করার সময় একটি বিষয়ে সবার চোখ আটকেছে। রোড শো করার সময় কেন বারবার বিভিন্ন জায়গায় থামছিলেন মুখ্যমন্ত্রী?

প্রসঙ্গত, বেনাচিতির পাঁচ মাথার মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত রোড শো করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই নির্ধারিত রাস্তায় রোড শো করার সময় বারবার বিভিন্ন জায়গায় থামতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কারণ রোড শো করার সময় তিনি কখনও শিশুদের আদর করতে ব্যারিকেডের কাছে এগিয়ে গিয়েছেন। কখনও আবার ব্যারিকেডের কাছে এগিয়ে গিয়ে কথা বলেছেন মহিলাদের সঙ্গে। আবার কোনও কোনও কর্মী সমর্থক, যারা মুখ্যমন্ত্রীকে দূর থেকে দেখতে এসেছিলেন, সেই সমস্ত কর্মী সমর্থকদের কেউ কেউ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন পুষ্পস্তবক। যে কারণে মুখ্যমন্ত্রী রোড শো করার সময় নির্ধারিত রাস্তার বিভিন্ন জায়গায় বারবারদাঁড়িয়েছেন।

নয়ন ঘোষ