ঠান্ডা জল বিতারণ করল কেন্দ্র বাহিনীর জওয়ানরা

South 24 Parganas News: ভাঙড়ে এখনও কেন্দ্রীয় বাহিনী, পথচারীদের কী করলেন জওয়ানরা!

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙ্গড়ে কাঠফাটা রোদে পথ চলতি মানুষদের  ঠান্ডা জল বিতারণ করল কেন্দ্র বাহিনীর জওয়ানরা। পড়েছে তীব্র গরমে কাঠফাটা রোদে হাঁসফাঁস করছে পথ চলতি মানুষ। কিন্তু রাস্তার ধারে নেই কোন  পানীয় জলের কল। তাই সমস্যার মধ্যে পড়ছেন পথ চলতি মানুষরা। আর সেই পথ চলতি মানুষদের কথা ভেবে এই কাঠফাটা রোদের মধ্যে  ভাঙ্গড় উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে ফ্রি ঠান্ডা পানীয় ও জল বিতরণ করেছি কেন্দ্র বাহিনীর জোওয়ানরা। ২০২৪ লোকসভা নির্বাচনের ডিউটি করতে এসে ভাঙড়ের পথ চলতি মানুষদের সেবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কেন্দ্র বাহিনীর জোওয়ানরা।

আরও পড়ুন: মাঝসমুদ্রের বন্ধু! হঠাৎ এতবড় গোল গোল কী তৈরি করছে মৎস্যজীবীরা! জানলে চমকে যাবেন

এ বিষয়ে পথ চলতে পথচারী তিনি জানান, যে হারে তীব্র গরম পড়েছে তাতে খুব তাড়াতাড়ি শরীর আর্দ্রতা হারাচ্ছে। বারবার জল তেষ্টা পাচ্ছে। এই অঞ্চলে কোন পানীয় জলের কল বা জলসত্র নেই। সেখানে কেন্দ্রীয় জওয়ানরাই তেষ্টা মেটাচ্ছে স্থানীয় পথচারী দের। স্থানীয়দের অভিযোগ, এলাকায় জলচ্ছত্র বা ঠান্ডা জলের পরিষেবার কোন ব্যবস্থা চালু রাখুক প্রশাসন। তবে কেন্দ্রীয় জওয়ানদের এই ধরনের জল বিতরণের কাজ যথেষ্ট সাধুবাদ জনক এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা