Tag Archives: Bhangar

South 24 Parganas News: ভাঙড়ে স্কুল কলেজে এখনও বহাল কেন্দ্রীয় বাহিনী! বাতিল হচ্ছে পরীক্ষা, পঠন পাঠন শিকোয়ে

দক্ষিণ ২৪ পরগনা: সারা ভারতবর্ষে তথা এরাজ্যের লোকসভা নির্বাচন হয়েছে। আর এই লোকসভা নির্বাচন শেষ হয়েছে প্রায় এক মাস হয়ে গিয়েছে। নির্বাচনে অশান্তি রুখতে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু ভোটপর্ব মিটে গেলেও আজও ভাঙড়ে স্কুল কলেজে এখনও বহাল কেন্দ্রীয় বাহিনী! দক্ষিণ ২৪ পরগনার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙড় বিধানসভা, আর এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে বারবার বিভিন্ন ধরনের রাজনৈতিক হিংসার ছবি। কখনও বোমাবাজি, আবার কখনও প্রকাশ্যে গাড়ি জ্বালানো, কখনও কখনও বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হিংসার বলি।

আরও পড়ুন: ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! হু হু করে বাড়ছে নদী ও সমুদ্রের জল, দিনভর বৃষ্টি-বজ্রপাত, বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বরাবরই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার ভাঙ্গড় বিধানসভা কেন্দ্রে খবরের শিরোনামে উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক হানাহানি থেকে শুরু করে গন্ডগোলের প্রতিচ্ছবি। আর তাই ভোট মিটে গেলেও আজও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে বিভিন্ন স্কুল কলেজে আর যার জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মাঝেমধ্যে এই স্কুল কলেজ খোলার দাবিতে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা বিক্ষোভ করতেও দেখা গিয়েছে।

স্কুলের কেন্দ্রীয় বাহিনী থাকায় ঠিকভাবে পঠন-পাঠন হচ্ছে না। যার জন্য ভাঙড় মহাবিদ্যালয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ও বাতিল করতে হয়েছে কলেজের পক্ষ থেকে। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের দাবি তুলেছে এইভাবে কেন্দ্রীয় বাহিনী থাকলে পড়াশোনার যতটা সমস্যা হচ্ছে তার পাশাপাশি স্কুলে ঠিকঠাকভাবে ক্লাসও করা যাচ্ছে না তাই অবিলম্বে যদি কেন্দ্রীয় বাহিনী স্কুল থেকে না উঠলে তারা আন্দোলনে নামবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: ভাঙড়ে এখনও কেন্দ্রীয় বাহিনী, পথচারীদের কী করলেন জওয়ানরা!

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙ্গড়ে কাঠফাটা রোদে পথ চলতি মানুষদের  ঠান্ডা জল বিতারণ করল কেন্দ্র বাহিনীর জওয়ানরা। পড়েছে তীব্র গরমে কাঠফাটা রোদে হাঁসফাঁস করছে পথ চলতি মানুষ। কিন্তু রাস্তার ধারে নেই কোন  পানীয় জলের কল। তাই সমস্যার মধ্যে পড়ছেন পথ চলতি মানুষরা। আর সেই পথ চলতি মানুষদের কথা ভেবে এই কাঠফাটা রোদের মধ্যে  ভাঙ্গড় উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে ফ্রি ঠান্ডা পানীয় ও জল বিতরণ করেছি কেন্দ্র বাহিনীর জোওয়ানরা। ২০২৪ লোকসভা নির্বাচনের ডিউটি করতে এসে ভাঙড়ের পথ চলতি মানুষদের সেবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কেন্দ্র বাহিনীর জোওয়ানরা।

আরও পড়ুন: মাঝসমুদ্রের বন্ধু! হঠাৎ এতবড় গোল গোল কী তৈরি করছে মৎস্যজীবীরা! জানলে চমকে যাবেন

এ বিষয়ে পথ চলতে পথচারী তিনি জানান, যে হারে তীব্র গরম পড়েছে তাতে খুব তাড়াতাড়ি শরীর আর্দ্রতা হারাচ্ছে। বারবার জল তেষ্টা পাচ্ছে। এই অঞ্চলে কোন পানীয় জলের কল বা জলসত্র নেই। সেখানে কেন্দ্রীয় জওয়ানরাই তেষ্টা মেটাচ্ছে স্থানীয় পথচারী দের। স্থানীয়দের অভিযোগ, এলাকায় জলচ্ছত্র বা ঠান্ডা জলের পরিষেবার কোন ব্যবস্থা চালু রাখুক প্রশাসন। তবে কেন্দ্রীয় জওয়ানদের এই ধরনের জল বিতরণের কাজ যথেষ্ট সাধুবাদ জনক এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Bhangar: ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়! একাধিক এলাকায় বোমাবাজি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

ভাঙড়: ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের সাতুলিয়া ও ফুলবাড়িতে অশান্তি চরমে। শনিবার ভাঙড়ের ফুলবাড়িতে আইএসএফ  তৃণমূলের মধ‍্যে বিবাদ বাধে। ফুলবাড়ির ঘটনায় বেশ কয়েকজন আহত বলেই জানা যায়।

উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়াও। সাতুলিয়াতে বোমাবাজির অভিযোগ। সাতুলিয়াতেও গুলি চলেছে বলেই সূত্রের খবর। নলমুড়িতেও আইএএসএফ, টিএমসি সংঘর্ষ এক। সাতুলিয়াতে বোমাবাজির অভিযোগ। ভাঙড়ের সাতুলিয়ায় পুলিশ যেতেই উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: ১৫ বছরের নায়িকাকে ‘জোর করে চুমু’ ৩২ বছরের নায়কের! সেটেই হাউ হাউ করে কান্না তারকা-কন‍্যার, অভিনেত্রীকে চিনতে পারছেন?

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) সকালে জানান, ‘‘আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি।qrt আছে ওখানে।মনিটরিং করা হচ্ছে গোটা পরিস্থিতি। ভাঙড় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।’’

শনিবার সকালেই ভাঙড়ের অশান্তি নিয়ে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ‘অ‍্যাকশনন টেকেন রিপোর্ট’ চায় কমিশন। ভোট গ্রহণে ও ভোটারদের ভোট দিতে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: শেষ দফায় এসে দাঁড়াল লোকসভা নির্বাচন! বারাণসীতে মোদি থেকে ডায়মন্ড হারবারে অভিষেক, হেভিওয়েটদের ভাগ্যপরীক্ষা আজ

প্রসঙ্গত, ভাঙড়ের ঘটনায় রিপোর্ট এসেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। ঘটনায় কলকাতা পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ কমিশনের।

ভোটের আগে ভাঙড়ে উদ্ধার তাজা বোমা, আতঙ্কিত স্থানীয়রা

আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট। রাজ্যের যে কটি আসনে ভোট তারমধ্যে রয়েছে যাদবপুর অন্যতম। আর ভোটের আগে যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড়ে উদ্ধার হল তাজা বোমা।

Lok Sabha Elections 2024: ৬ দফার ‘খামতি’ পুষিয়ে দেবে শেষ দফা? ভাঙড়ে যা ঘটছে, আতঙ্ক বাড়ছে চড়চড়িয়ে

দক্ষিণ ২৪ পরগনা: যে কোনও নির্বাচন এলেই যেন অশান্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। গত পঞ্চায়েত নির্বাচনে একের পর এক অশান্তির ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভোট এলেই যেন ঘুমন্ত ভাঙড় আবার জেগে ওঠে। শুরু হয় অশান্তি তেমনি লোকসভা নির্বাচনের আগে বুধবার রাত থেকে দফাই দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় তৃণমূল আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়। একে অপরের বিরুদ্ধে মার ধরে অভিযোগ ওঠে।

যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা এলাকায় ভোটের আগে উত্তেজনা তুঙ্গে। দু’টি পৃথক সংঘর্ষের ঘটনায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘাতের অভিযোগ উঠেছে। কোচপুকুরে আইএসএফ কর্মীদের উপর তৃণমূলের আক্রমণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রার্থী সায়নী ঘোষের প্রচারের জন্য তৃণমূলের মিছিলে যোগ দিতে বলায় এক আইএসএফ সমর্থক রাজি হননি। মিছিল শেষে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: এখনও স্থায়ী উপাচার্য নেই, নতুন করে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ বিশ্বভারতীতে! কে তিনি জানেন?

ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএসএফ অভিযোগ করেছে যে তৃণমূলের লোকজনই তাদের সমর্থককে সায়নীর মিছিলে যেতে নির্দেশ দিয়েছিল। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ‘তৃণমূলের কি লোক কম পড়েছে যে আইএসএফের কাছ থেকে লোক ধার নিতে হবে?’ আহত আইএসএফ সমর্থককে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় এবং পরে থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি

অপরদিকে, ভগবানপুরের জিরানগাছায় এক তৃণমূল কর্মীকে আইএসএফ কর্মীদের দ্বারা মারধরের অভিযোগ উঠেছে। আহত তৃণমূল কর্মীকে দেখতে যান ভাঙ্গড়-২ ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম। তিনি সরাসরি আইএসএফের গুন্ডামির অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি জানান। পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আহত তৃণমূল কর্মী চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।উভয় পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও পর্যন্ত কোনও আটক বা গ্রেফতার করা হয়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে ভাঙড়ের আইএসএফ কর্মীর বাড়ি থেকে বাড়ি থেকে উদ্ধার হয় তাজা বোমা। স্থানীয় সূত্র জানা যায়, বুধবার গভীর রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চকমরিচা এলাকায় হানা দেয়। সেই সময় মেহের আলি মোল্লার বাড়িতে বোমাবাজার কাজ করছিল দুষ্কৃতীরা, পুলিশকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। উত্তর কাশীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ন’টি তাজা বোমা উদ্ধার করে। কী কারণে এই বোমা বাঁধার কাজ বাড়িতে করছিল মেহের আলি মোল্লা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

মেহের আলি মোল্লা আইএসএফ কর্মী বলে জানা গিয়েছে, এই ঘটনায় মেহের আলি মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। পাশাপাশি, বোমা উদ্ধার করে গোটা বিষয় তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। কার্যত বলা যেতেই পারে ভোটের আগে যেন আবারও স্বমহিমায় ফিরে এসেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এবার দেখার বিষয় যে পঞ্চায়েত নির্বাচনের মতন রক্তপাত ও প্রাণহানির মতো ঘটনা না ঘটে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন যাতে ভাঙড় সম্পূর্ণ হয় সেদিকেই বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন।

সুমন সাহা