কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল

Computer Lab: জেলার স্কুলে শেখানো হবে AI! চালু হল উন্নতমানের কম্পিউটার ল্যাব

দক্ষিণ ২৪ পরগনা: কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে খোলা হল উন্নতমানের কম্পিউটার ল্যাব। উচ্চমাধ্যমিক স্তরে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে ডেটা সায়েন্স, এআই, সাইবার সিকিউরিটির মত কোর্স যুক্ত করা হয়েছে জেলার এই স্কুলে।

দক্ষিণ ২৪ পরগনায় এধরণের উদ্যোগ প্রথম বলে জানা গিয়েছে। শনিবার শীততাপ নিয়ন্ত্রিত এই ল্যাব ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আপাতত ৩০ টি কম্পিউটার দিয়ে এই ল্যাবটি চালু হয়েছে। পরে আরও ১০ টি কম্পিউটার আসবে। ছাত্র-ছাত্রীদের শেখানোর জন্য রয়েছেন দুজন প্রশিক্ষক। এই ল্যাব তৈরিতে খরচ হয়েছে ২২ লক্ষ টাকা। এই নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানান, তথ্যপ্রযুক্তি নির্ভর কোর্সগুলি প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা নিতে শুরু করলে উপকৃত হবে এই এলাকার মেধাবী পড়ুয়ারা।

আর‌ও পড়ুন: একবেলার ছাতু সংক্রান্তি মেলার নাম শুনেছেন? রোদ উঠে বালি গরম হলেই বাড়ির পথ ধরে সবাই

আগামীতে এই ল্যাব অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। এই ল্যাবে কম্পিউটার টেকনোলজির পরবর্তী ধাপের প্রশিক্ষণ দেওয়া হবে। সাধারণত স্কুলগুলিতে একেবারে বেসিক লেভেলের কম্পিউটার সেখানো হত এতদিন। তবে এবার উচ্চমাধ্যমিক স্তর থেকে আ্যডভ্যান্স লেভেলের কম্পিউটার সেখানো হবে।

নবাব মল্লিক