সংসদে রাহুল-অভিষেক কথা৷

Speaker election: স্পিকার নির্বাচনে কাকে সমর্থন, তৃণমূলের অবস্থানে ধোঁয়াশা! সংসদে রাহুল-অভিষেক কথা

নয়াদিল্লি: স্পিকার পদে বিরোধীদের প্রার্থী হিসেবে কে সুরেশকে কি সমর্থন করবে তৃণমূল? হঠাৎই বিরোধী শিবিরে ঘুরতে শুরু করেছে এই প্রশ্ন৷ কারণ তৃণমূল শিবিরের অভিযোগ, তাদেরকে কিছু না জানিয়েই ইন্ডিয়া জোটের স্পিকার পদপ্রার্থী হিসেবে কে সুরেশের নাম মনোনীত করেছে কংগ্রেসে৷এই পরিস্থিতির মধ্যে আজ দুপুরেই সংসদে রাহুল গান্ধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে৷

সংসদ টিভির ক্যামেরাতেই সেই ছবি ধরা পড়েছে৷ রাহুল এবং অভিষেক পাশাপাশি বসে আলোচনা করছেন, সেই ছবি ধরা পড়েছে টিভি ক্যামেরায়৷ সেই বৈঠকেও বিষয়টি উঠেছে বলেই তৃণমূল সূত্রে খবর৷

আরও পড়ুন: NDA-র স্পিকার পদপ্রার্থী ফের ওম বিড়লা! বিরোধীদের হয়ে মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের কে সুরেশ

এ দিন কে সুরেশের নাম স্পিকার পদে কংগ্রেস মনোনীত করার পরই বিষয়টি নিয়ে ক্ষোভ জানায় তৃণমূল৷ সংসদে ঢোকার মুখে অভিষেক নিজেও জানান, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক৷ একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তৃণমূল স্পিকার পদে কে সুরেশকে সমর্থন করবে কি না, সেই প্রশ্ন করা হলে অভিষেক বলেন, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন৷

অন্য একটি সূত্রের অবশ্য খবর, স্পিকার পদে এনডিএ প্রার্থী ওম বিড়লার জন্য সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷

তৃণমূলের ক্ষোভের আঁচ পেয়েই সম্ভবত জটিলতা কাটাতে উদ্যোগী হন রাহুল নিজে৷ এ দিন সংসদে ঢোকার সময় তৃণমূল সাংসদদের দাঁড়িয়ে থাকতে দেখে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন রাহুল৷ তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, নমস্কার, কেমন আছেন আপনারা?

আগামিকাল স্পিকার পদে নির্বাচন রয়েছে৷ এনডিএ-র প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের কে সুরেশের লড়াই হতে চলেছে৷ বিজেপি ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের ছাড়তে রাজি না হওয়ার কারণেই স্পিকার পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ শেষ পর্যন্ত স্পিকার পদে প্রার্থী দেওয়া নিয়ে রাহুলের হস্তক্ষেপে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সংঘাত মেটে কি না, সেটাই দেখার৷ স্পিকার পদের নির্বাচনে তৃণমূলের অবস্থান কী হয়, তাই নিয়েই এখন চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে৷