জয়ের পর বাবা ও ছেলে

Congress: অধীর হারলেন, তবু বাংলায় কংগ্রেস ‘গড়’ অক্ষত! ম্যাজিকের নাম কি গণিখান?

মালদহ: রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াই। সেই ফাঁকে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে নিজেদের দখলে রাখতে সফল জাতীয় কংগ্রেস।‌ রাজ্যের একমাত্র কংগ্রেসের সাংসদ হলেন ঈশা খান চৌধুরী। এই নিয়ে টানা ১৩ বার এই কেন্দ্র থেকে জিতল জাতীয় কংগ্রেস। যেখানে রাজ্যবাসী ভরসা রেখেছিল অধীর রঞ্জন চৌধুরীর উপর। কিন্তু গত পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবার পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে।

এদিকে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলে যাবে কেউ ভাবতেও পারেনি। কারণ গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রায় সাড়ে চার হাজার ভোটে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেন খান চৌধুরী। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ২০২৪ এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা ছিল। অসুস্থতার জন্য এই বার ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান বিদায়ী সাংসদ আবু হাসেন খান চৌধুরী। পরিবর্তে এই আসনে তাঁর ছেলে ঈশা খান চৌধুরী লড়াইয়ে নামেন।‌

আরও পড়ুন: রাত দুটোয় পড়ল যবনিকা! সুকান্ত মজুমদারের কেন্দ্রে দিনভর ‘নাটক’, শেষমেশ যা হল…

প্রার্থী পরিবর্তন হলেও কংগ্রেস দখলেই থেকে গেল দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র। জয়ী প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন, ”সাধারণ মানুষ আমাদের পাশে থেকেছে ধন্যবাদ জানাই মালদহ সামশেরগঞ্জ ফারাক্কার বাসিন্দাদের। এই জয়ের পর অবশ্যই আমার জেঠু বরকত সাহেব ও বাবার কথা বলতে হয়। তাঁরাই এই জায়গায় তৈরি করে দিয়েছেন।”

শুধুমাত্র জয় নয়, ভোটের অঙ্কে বিরাট ব্যবধান তৈরি হয়েছে। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর ধারে কাছেই কেউ নেই। ঈশা খান চৌধুরী ১ লক্ষ ২৮ হাজার ৩৬৮ টি ভোটে এগিয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। গত লোকসভা ভোটের তুলনায় এই বছর জয়ের ব্যবধান বেড়েছে। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী মোট ভোট পেয়েছেন ৫ লক্ষ ৭২ হাজার ৩৯৫ টি।

বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ভোট পেয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ০২৭ টি। তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নাওয়াজ আলী রায়হান ভোট পেয়েছেন ৩ লক্ষ ১ হাজার ০২৬ টি। লক্ষাধিক ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী।‌‌ বিদায়ী সংসদ আবু হাসান খান চৌধুরী বলেন, ছেলেরা জয়ে আমি খুব খুশি। সাধারণ মানুষ কংগ্রেসের উপর ভরসা রেখেছে। এই কেন্দ্রে আমরা টানা ১৩ বার জয় পেলাম।

কংগ্রেসের শক্ত গড় হিসেবেই আগা গোড়ায় পরিচিত দক্ষিণ মালদহের এই লোকসভা কেন্দ্র। বরকতদার আমল থেকেই বরাবর এই আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এই নিয়ে ১৩ বার দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর জয়। আর এই জয় থেকেই নিশ্চিত মালদহে এখনও গণিমিথ অব্যাহত।

—– হরষিত সিংহ