প্রতীকী ছবি

Crime News: নৃশংস! রাতের অন্ধকারে ঘুমন্ত মামাকে খুন ভাগ্নের, মরার অভিনয় করে প্রাণে বাঁচেন মামি, তারপর…

জলপাইগুড়ি: সম্পত্তির লোভে মামাকে খুন।অভিযুক্ত ভাগ্নেকে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি আদালত। গত বছর ২৮ অগাস্ট রাতে জলপাইগুড়ির ধূপগুড়ি আঙরাভাসা গ্রামে খুন হন মেহেতাব আলম নামে এক ব্যবসায়ী।

টাকা পয়সা,সোনাদানার লোভে রাতের অন্ধকারে পাঁচ সঙ্গীকে সঙ্গে নিয়ে মামার বাড়িতে ঢুকে ঘুমন্ত মামাকে খুন করে ভাগ্নে আবতাব আলম।

আরও পড়ুন- হুড়মুড়িয়ে কমবে ইলেকট্রিক বিল! ঘর থেকে সরিয়ে ফেলুন ‘এই’ জিনিসগুলি, মাসে বাঁচবে হাজার হাজার টাকা, একলাফে বিদ্যুতের খরচ অর্ধেক!

বাধা দিতে গিয়ে জখম হন মামি মৌমিতা দাস।মরার অভিনয় করে সেই রাতে প্রাণে বাঁচেন তিনি। তারপর পালিয়ে গ্রামের লোক জড়ো করে ছিলেন মৌমিতা দেবীর নাবালক দুই সন্তান। রাতেই ধরা পড়ে যায় অভিযুক্তরা৷

আরও পড়ুন-  মদের লোভেই করে ফেলেছিলেন…! গোবিন্দা কি জানতেন? অভিনেতার স্ত্রীর ‘এই’ রহস্য জানলে রাতের ঘুম উড়বে আপনারও

১৭ জনের সাক্ষ্য প্রমানের গ্রহনের পর সোমবার ঘটনার এক বছরের মাথায় মূল অভিযুক্ত আবতাব আলমের ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি আদালত।একই সঙ্গে মৃত মেহেতাব আলমের দুই নাবালক সন্তানের পড়াশোনার জন্য জেলা লিগাল এইড সার্ভিসকে ছয় লক্ষ টাকা দেবার নির্দেশ দিয়েছেন বিচারক।

শান্তনু কর