হাসপাতাল 

Alipurduar News: আর যেতে হবে না আলিপুরদুয়ারে! ফালাকাটা হাসপাতালেই হবে এবার সিটি স্ক‍্যান

আলিপুরদুয়ার: নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল,কিন্তু ছিল না সিটি স্ক্যান পরিষেবা। দুর্ঘটনায় গুরুতর আহত রোগীকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এবারে এই পরিষেবা মিলবে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। পুজোর পর থেকে চালু হবে এই পরিষেবা।

জানালেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। হাসপাতালের ভেতরে সিটি স্ক্যান রুম আগে থেকেই রয়েছে। তবে যন্ত্রটি ছিল না। পাশাপাশি দুজন টেকনিশিয়ান ও একজন চিকিৎসক আসবেন। ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে আনা হচ্ছে মেশিন। ফালাকাটা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেছেন জেলা শাসক।

আরও পড়ুন:দেওয়া হয় বাতাসা ভোগ, দেড়শো বছরের প্রাচীন মহাকালধামের পুজোয় পুণ্যার্থী সমাগম

হাসপাতাল চত্বর জুড়ে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। তিনি জানান,”ফালাকাটায় এই পরিষেবা চালু হলে বীরপাড়া,জটেশ্বর, জলপাইগুড়ি জেলার বানারহাট,বিন্নাগুড়ি,ধূপগুড়ির মানুষেরা উপকৃত হবেন। পুজোর পরেই এই পরিষেবা চালু হবে।” সিটি স্ক্যান চালুর খবরে খুশি স্থানীয়রা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey