অন্তঃসত্ত্বাদের সরিয়ে নিয়ে যাচ্ছে আশাকর্মীরা

Cyclone Dana: ক্রমশ এগোচ্ছে তীব্র শক্তিশালী ‘দানা’! ঘূর্নিঝড় আসার আগেই অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা…

দক্ষিণ ২৪ পরগনা: ঝড়ের মধ্যেও স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ ব্যবস্থা নিল প্রশাসন। ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় হাসপাতালে বাড়ল বেড। যথেষ্ট ওষুধ, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সব হেলথ সেন্টারেই থাকছে জেনারেটর। সরকারি হিসেবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১ হাজার ২২৪ জন প্রসূতি রয়েছেন। তাঁদের তথ্য সংগ্রহ করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আশাকর্মীরা।

ইতিমধ্যে অন্তঃসত্ত্বাদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সাগর ব্লকের ৯৮ জন অন্তঃসত্ত্বাকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সরিয়ে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বাঙ্গুর ও বারুইপুর জেলা হাসপাতালেও বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময় আসছে…! ১৬ মাস পর মঙ্গলের গমনে তোলপাড় বিশ্ব ব্রহ্মাণ্ড! অশুভ ছায়ায় ৩ রাশির জীবন ছারখার, চাকরিতে বাধা, চরম দুর্ভোগ

৩৩ জন ডাক্তারের দল পৌঁছেছে সুন্দরবনে। ২২টি অ্যাম্বুল্যান্স ক্যানিং হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে। সুন্দরবন কোস্টাল থানায় ৪টি বোট অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। এম আর বাঙ্গুর হাসপাতালে অতিরিক্ত ৬০টি শয্যা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন- অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

পূর্ববর্তী ঝড়গুলি থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ফলে আগে থেকেই সব ব্যবস্থা সেরে রেখেছে প্রশাসন। ঝড়ের সময় যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই দিকটিই এখন দেখছে প্রশাসন।

নবাব মল্লিক