ঘূর্ণিঝড় দানার আতঙ্ক প্যান্ডেলে

Cyclone Dana Updates: দিকে দিকে ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্ক! উপরওয়ালার ভরসায় বারাসাতের বড় বড় কালীপুজো

উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড় দানা প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে জেলায়। সেক্ষেত্রে আর হাতেগোনা মাত্র কয়েকদিন পরেই কালীপুজো হওয়ায়, বারাসাত মধ্যমগ্রামের মন্ডপ শিল্পীরা পড়েছেন চরম সমস্যায়। এখন নির্দিষ্ট সময়ের মধ্যেই মন্ডপ তৈরি শেষ করাটাই হবে বড় চ্যালেঞ্জ।

বারাসাতের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিগ বাজেটের বেশ কিছু পুজো, যাদের এবারের মণ্ডপ প্রায় ৫০ থেকে ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট হচ্ছে। কাজ প্রায় অনেকটাই শেষ হলেও, এখন বাকি চূড়ান্ত পর্যায়ের মন্ডপসজ্জা। তাই দানা-ই যেন দুশ্চিন্তা ধরিয়েছে শিল্পী থেকে পুজো উদ্যোক্তাদের মনে। মন্ডপ শেষ করার ডেডলাইন দেওয়া হয়েছিল ২৬ থেকে ২৭ তারিখের মধ্যে। মন্ডপের বাইরে ত্রিপল দিয়েও কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে নিরাপত্তার কারণে প্রশাসনের তরফ থেকে জারি করা বিধি নিষেধে বন্ধ রাখা হয়েছে প্যান্ডেলের উপরে উঠে কাজ। ঝড়ের দাপটে এইসব মণ্ডপগুলিতে ক্ষতি হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সাইক্লোন সরলেই শুষ্ক হবে হাওয়া, শুধু ত্বক নয় পরিবারের সকলের সর্বাঙ্গীন যত্নের ছোট্ট গাইড

আরও পড়ুন: পাড়ার মাঠে শৈশবের ফুটবল খেললেন বৃদ্ধরা! পঞ্চাশোর্ধদের ফুটবল প্রতি‌যোগিতা

যদিও অনেক ক্লাব কর্তৃপক্ষের দাবি, বৃষ্টি প্রতিবছরই কমবেশি হয়। তারই মধ্যেই নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়। তবে এবার উপরওয়ালাই ভরসা। এখন দেখার দানার কতটা প্রভাব পড়ে বারাসাত মধ্যমগ্রাম সহ জেলার কালীপুজো গুলির উপর।

Rudra Narayan Roy