নদিয়া: ঘূর্ণিঝড় দানার প্রভাব নদিয়ায়। মাথায় হাত কৃষকদের। ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ এবং বইছে ঝোড়ো হাওয়া। গতকাল বিকেল থেকেই দানার প্রভাব পড়তে শুরু করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে গোটা নদিয়া জেলা জুড়ে। আকাশে কালো মেঘ দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে নদিয়া জেলার কৃষকদের। মাঠ ভরা ধান ক্ষেত ভরা সবজি ও বিভিন্ন ধরনের ফসল। দানার প্রভাব পড়তেই বড়সড় ক্ষতির আশঙ্কায় এখন কৃষকরা।
ইতিমধ্যেই দানার প্রভাব দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে নদিয়া জেলায়। আকাশের মুখ ভার গতকাল থেকেই। তবে অসময়ে বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আসন্ন শীতকালীন ফসল। আর কিছুদিন পরেই শীতের মরশুম পড়তে শুরু করবে। ইতিমধ্যেই চাষের জমিতে লাগানো সম্পন্ন হয়ে গিয়েছে সমস্ত শীতকালীন ফসল। যা থেকে ইতিমধ্যেই ফল উৎপাদন শুরু হয়ে গিয়েছে। তবে এই অসময় আকস্মিক বৃষ্টির জেরে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকেরা।
আরও পড়ুনঃ Cyclone Dana Updates: এবারও হার মানল ঘূর্ণিঝড! ‘দানা’-র আগে সুন্দরবনে এলেন ‘তিনি’
তারা জানাচ্ছেন এই বছর অতিরিক্ত হারে বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় বর্ষাকালে ফসল নষ্ট হয়েছে। তার ওপর অনেক জায়গায় গঙ্গার জল বাড় বাড়ন্তের জেরে সেই জল চাষের জমিতে ঢুকে ব্যাপক হারে জমির ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আশা ছিল শীতকালীন ফসল ফলিয়ে সেই সমস্ত ক্ষতির পরিমাণ কিছুটা হলেও তুলে নেওয়ার। কিন্তু তাতেও হতাশা হতে হচ্ছে তাদের। তারা জানাচ্ছেন এই অসময় বৃষ্টিপাতের কারণে এবার শীতের ফসলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে আবারও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা।
Mainak Debnath