এনডিআরএফ টিম ঘুরছে এলাকায় 

Cyclone Dana: আরও শক্তিশালী ‘দানা’ খাঁ খাঁ সমুদ্র সৈকত, ক্রমেই উত্তাল সমুদ্র

দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় এলাকার চেনা ছবি বদলে গেল বৃহস্পতিবার সকাল থেকেই। আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে। বেড়েছে জলের স্তর।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে উপকূলের দিকে আরও এগোল ‘দানা’, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় জানুন

আবহাওয়া দফতর বলছে হাতে আর সময় বেশি নেই। ‘দানা’র প্রভাবে উত্তাল হবে সমুদ্র। সকাল থেকে সেটাই হচ্ছে উপকূলীয় এলাকায়। ঝড় আসার আগে সাগরদ্বীপের সমুদ্রপাড়ের কয়েক কিলোমিটার জুড়ে শুধুই নিস্তব্ধতা। এলাকায় ঘুরছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন: ইতিমধ্যেই দুর্যোগ শুরু ওড়িশায়, তুমুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ওড়িশার তিন জেলা, প্রমাদ গুনছে বাংলাও

এনডিআরএফের দল পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগরে প্রস্তুত রয়েছে। সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাস্তাঘাটে কার্যত বন্ধের চেহারা। আতঙ্ক আর চিন্তা গ্রাস করেছে সাধারণ মানুষকে।বারবার সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকিং চলছে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে৷ অযাচিত কারণে সমুদ্র পাড়ে ঘোরাঘুরি না করা, মাটির বাড়ি ছেড়ে ফ্লাড শেল্টারে চলে যাওয়া, উপকূলবর্তী এলাকার বাড়িগুলিকে ছেড়ে দেওয়া-সহ একাধিক বিষয়ে সতর্কতা জারি করা হচ্ছে।

প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। আর যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলীয় এলাকার চেনা ছবি বদলে গিয়েছে। এখন অপেক্ষা ঘূর্ণিঝড় ‘দানা’র আসার।
নবাব মল্লিক