পুলিশের হাত থেকে লজেন্স নিচ্ছে স্কুলের কচিকাচারা

Nadia News: স্কুলের কচিকাঁচারা হঠাৎ হাজির থানায়! ব্যাপারটা কী?

শান্তিপুর: থানা মানেই ভয় নয়! সেখানে অপরাধীদের শাস্তি দেওয়া হয়, কিন্তু ধরে নিয়ে এসে রাখা হয় কোথায়? তারপরে কোথায় পাঠানো হয় তাদের? এই নিয়ে হয়তো শিশু মনে নানান প্রশ্ন থাকলেও তা স্বচক্ষে দেখানো সম্ভব হয় না তবে এখন শিশুরা পাঠ নেয় উপলব্ধির সঙ্গে আর সেই কারণেই মাঝেমধ্যেই কখনও পোস্ট অফিস কখনও হাসপাতাল কখনও বা নানান সরকারি অফিসে তাদের ঘোরাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে থাকেন বিচক্ষণ বিদ্যালয়ের কর্তৃপক্ষরা।

আরও পড়ুন: ওয়েল প্যাস্টেল দিয়ে রানাঘাটের খুদে শিল্পীর আঁকা বড় মায়ের ছবি, দেখে নিন সেই অসামান্য প্রতিভা

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের থানার বিষয়ে নানান শিক্ষা এবং থানায় কিভাবে প্রশাসনিক কাজকর্ম হয়, সেই কার্যক্রম হাতে-কলমে দেখাতে নদিয়ার শান্তিপুরের শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন হঠাৎই শান্তিপুর পাবলিক স্কুল এবং শান্তিপুর কিডজি স্কুলের একাধিক ছাত্র-ছাত্রীরা শান্তিপুর থানায় এসে ভিড় করে। ছোট ছোট কচিকাঁচাদেরকে থানায় দেখে প্রথমে কিছুটা হতচকিত হলেও পরবর্তীতে বোঝা যায় আসল ঘটনার। ছোট ছোট শিশুরা সারিবদ্ধভাবে শান্তিপুর থানার থানা সম্পর্কিত কার্যক্রম এবং কীভাবে পুলিশ প্রশাসনিক কাজ করে সেগুলি স্বচক্ষে দেখলেন।

আরও পড়ুন: কলকাতার শ্যামাসুন্দরী মাকে জীবন্ত মডেলের উপর ফুটিয়ে তুললেন রানাঘাটের শিল্পী

শুধু তাই নয় থানায় উপস্থিত সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই সমস্ত কিছু নিজেরা উপলব্ধি করলেন।যদিও ছোট ছোট কচিকাঁচাদের দেখে পুলিশের তরফ থেকেও তাদের হাতে তুলে দেওয়া হয় ভালবাসার চকলেট। যদিও এ বিষয়ে বিদ্যালয়ের কো-অর্ডিনেটর জানাচ্ছেন, প্রতিটি শিক্ষাবর্ষেই ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে ফিল্ড ভিজিট করানো হয়। সেই ফিল্ড ভিজিটেরই একটা অংশ প্রশাসনিক দফতর গুলিতে ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদেরকে সেই দফতর সম্পর্কে ওয়াকিবহল করা।  ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদেরকে কিভাবে সামাজিক গড়ে তোলা যায় তার জন্যই এই অভিনব উদ্যোগ বিদ্যালয় গ্রহণ করছে বলেই জানিয়েছেন বিদ্যালয়ের কো-অর্ডিনেটর। তবে এইরকম ফিল্ড ভিজিট করে যথেষ্টই খুশি কচিকাঁচারা।

Mainak Debnath