পাঁচমিশালি Cyclone Update: দানার পর অপেক্ষা করছে কোন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়? ঠিক হয়ে গেল নাম, অর্থ জানেন? Gallery October 28, 2024 Bangla Digital Desk বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড়ের জন্ম হয়েছিল৷ আবহাওয়াবিদরা দেখছে, মোটামুটি এপ্রিল থেকে মে ও অক্টোবরে বঙ্গোপসাগরে জন্ম নেয় সাইক্লোনের৷ পরের সাইক্লোনের নামকরণও হয়ে গিয়েছে৷ সেই নাম জানার আগে, জেনে নিই নামকরণের উপায়৷ ‘ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশনে’র নির্ধারণ করা নিয়ম অনুযায়ী কয়েকটি দেশ সাইক্লোনের নাম দিয়ে থাকে। দেশগুলি হল- ভারত, বাংলাদেশ, ইরান, মলদ্বীপ, মায়ানমার, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী, ইয়েমেন। বছর দুয়েক আগে ‘ইয়াস’ নামে এক বিরাট সাইক্লোন এসেছিল বাংলা -উড়িষ্যার উপকূলে৷ এর নাম ওমানের দেওয়া৷ এর আগে ‘রেমাল’ ঝড়ের নামকরণ করেছিল ওমান। আর এবার এল ‘দানা’। এই ঝড়ের নামকরণ করেছে কাতার। নিয়ম অনুযায়ী, এই অঞ্চলে ঘূর্ণিঝড় হলে নাম হবে ফেংগাল৷ তবে সেই ঝড়ের নাম কী? সেই অর্থ এখনও স্পষ্ট নয়৷ নামকরণ করবে সৌদি আরব৷ এরপরের সাইক্লোনের নাম ‘শক্তি’৷ শ্রীলঙ্কার দেওয়া এই নাম৷