মুক্তি পার্ক

Day Out Tour: আকাশের নীল চাদর, পায়ের তলায় সবুজ ঘাসের গালিচা, সুন্দরবনে এলে এখানে আসুন, বুক ভরে নিন তাজা নিঃশ্বাস, কোথায় কীভাবে যাবেন

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর ছুটিতে নিভৃতে কোলাহলমুক্ত সময় কাটাতে চান। তাহলে চলে আসুন সুন্দরবনের মুক্তি পার্কে। এই পার্কে থাকার জন্য রয়েছে বাঁশ ও মাটির কাঠামোর সুন্দর ঘর।
দক্ষিণ ২৪ পরগনা: পুজোর ছুটিতে নিভৃতে কোলাহলমুক্ত সময় কাটাতে চান। তাহলে চলে আসুন সুন্দরবনের মুক্তি পার্কে। এই পার্কে থাকার জন্য রয়েছে বাঁশ ও মাটির কাঠামোর সুন্দর ঘর।
এই পার্কের কোনও প্রবেশ মূল্য নেই। জঙ্গল লাগোয়া এই পার্কে গেলেই আপনি ম্যানগ্রোভ অরণ্যের ছোঁয়া পাবেন।
এই পার্কের কোনও প্রবেশ মূল্য নেই। জঙ্গল লাগোয়া এই পার্কে গেলেই আপনি ম্যানগ্রোভ অরণ্যের ছোঁয়া পাবেন।
এই পার্কে আসতে হলে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর রেলস্টেশনে নামতে হবে।
এই পার্কে আসতে হলে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর রেলস্টেশনে নামতে হবে।
ভাড়া মাত্র ২০ টাকা। সেখান থেকে বাসে চেপে রায়দিঘি ভাড়া মাত্র ৪০ টাকা। এরপর সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে দমকল পূর্ব শ্রীধরপুরে যেতে হবে। প্রায় ৫০ টাকা ভাড়া পড়বে সেখানে।
ভাড়া মাত্র ২০ টাকা। সেখান থেকে বাসে চেপে রায়দিঘি ভাড়া মাত্র ৪০ টাকা। এরপর সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে দমকল পূর্ব শ্রীধরপুরে যেতে হবে। প্রায় ৫০ টাকা ভাড়া পড়বে সেখানে।
এখানে থাকার জন্য মুক্তির অফিসে আগে থেকে যোগাযোগ করতে হবে। ২০০০ টাকার মধ্যেই রুম পাবেন আপনি সেখানে। আপনি এখানে এলে দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্য, নদী ও জঙ্গল লাগোয়া এলাকার মানুষের জীবনযাত্রা।‌যোগা‌যোগ:9051112664
এখানে থাকার জন্য মুক্তির অফিসে আগে থেকে যোগাযোগ করতে হবে। ২০০০ টাকার মধ্যেই রুম পাবেন আপনি সেখানে। আপনি এখানে এলে দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্য, নদী ও জঙ্গল লাগোয়া এলাকার মানুষের জীবনযাত্রা।‌যোগা‌যোগ:9051112664
আগের থেকে পার্কটি আরও সুন্দর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শুকুন্তলা মন্ডল ও মুজিব পেয়াদারা।
আগের থেকে পার্কটি আরও সুন্দর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শুকুন্তলা মন্ডল ও মুজিব পেয়াদারা।
পুজোর ছুটিতে পর্যটকরা আসবেন এখানে, সেজন্য রঙবেরঙের বাহারি ফুলগাছ ও বিভিন্ন ফলের গাছ দিয়ে সাজানো হচ্ছে পার্কটিকে।
পুজোর ছুটিতে পর্যটকরা আসবেন এখানে, সেজন্য রঙবেরঙের বাহারি ফুলগাছ ও বিভিন্ন ফলের গাছ দিয়ে সাজানো হচ্ছে পার্কটিকে।
পূর্ব শ্রীধরপুরে আপনি এসে পৌঁছালেই একটি অন্য জগতে প্রবেশ করবেন। সুন্দরবনের সুন্দরী, হেঁতাল, গেঁওয়া গাছের ঘন ছায়ার মধ্যেই আপনি হারিয়ে যাবেন কয়েকটি ঘন্টার জন্য। কোনও কোলাহল নেই গোটা এলাকায়। তাহলে আর দেরি কিসের, এই পুজোয় চলে আসুন মুক্তি পার্কে। Input- Nawab Mullick 
পূর্ব শ্রীধরপুরে আপনি এসে পৌঁছালেই একটি অন্য জগতে প্রবেশ করবেন। সুন্দরবনের সুন্দরী, হেঁতাল, গেঁওয়া গাছের ঘন ছায়ার মধ্যেই আপনি হারিয়ে যাবেন কয়েকটি ঘন্টার জন্য। কোনও কোলাহল নেই গোটা এলাকায়। তাহলে আর দেরি কিসের, এই পুজোয় চলে আসুন মুক্তি পার্কে। Input- Nawab Mullick