বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না পুজোর উৎসব

Ranna Puja: রান্নাপুজোর স্বাদ এবার স্কুলে! এই মিড ডে মিলের মেনু দেখলে জিভে জল আসবেই…

বিদ্যালয়ের মিড ডে মিলে বাঙালির প্রিয় রান্না পুজোর স্বাদ। খাবারের তালিকায় মাছ নারকেল ভাজা চালতার অম্বল তো ছিলই।
বিদ্যালয়ের মিড ডে মিলে বাঙালির প্রিয় রান্না পুজোর স্বাদ। খাবারের তালিকায় মাছ নারকেল ভাজা চালতার অম্বল তো ছিলই।
বিদ্যালয় মানে পঠন-পাঠন নিয়ম শৃঙ্খলা। নিত্যদিনের একঘেয়েমি মিড ডে মিলে নতুন স্বাদ, রান্না পুজোর অনুকরণে খাবারের নানা পদ। অন্য একটা দিন ছাত্র-ছাত্রীদের কাছে।
বিদ্যালয় মানে পঠন-পাঠন নিয়ম শৃঙ্খলা। নিত্যদিনের একঘেয়েমি মিড ডে মিলে নতুন স্বাদ, রান্না পুজোর অনুকরণে খাবারের নানা পদ। অন্য একটা দিন ছাত্র-ছাত্রীদের কাছে।
হাওড়া সিরাজবাটি চক্রের সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পে দুপুরের খাবারের সময় সাড়ম্বড়ে ছোট ছোট শিশুদের পাতে পরিবেশিত হল রান্নাপুজোর হরেক রকম খাবার।
হাওড়া সিরাজবাটি চক্রের সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পে দুপুরের খাবারের সময় সাড়ম্বড়ে ছোট ছোট শিশুদের পাতে পরিবেশিত হল রান্নাপুজোর হরেক রকম খাবার।
গ্রাম বাংলায় এই ভাদ্র মাস ও আশ্বিনের প্রথম সপ্তাহ জুড়ে রান্নাপুজো একটু প্রচলিত অতি জনপ্রিয় একটি উৎসব। গ্রামে এই উৎসবে ছেলে বুড়োর আকর্ষণ থাকে দারুণ।
গ্রাম বাংলায় এই ভাদ্র মাস ও আশ্বিনের প্রথম সপ্তাহ জুড়ে রান্নাপুজো একটু প্রচলিত অতি জনপ্রিয় একটি উৎসব। গ্রামে এই উৎসবে ছেলে বুড়োর আকর্ষণ থাকে দারুণ।
প্রথা মেনে এদিন খাবারের মেনুতে ছিল গরম ভাত ডাল মিক্সড সব্জির তরকারি, মাছ, আলু,কুমড়ো,তরুলি বেগুন, পটল, ওল, নারকেল প্রভৃতি সব্জি ভাজা,নারকেল ও গুড়ের নারু, চালতার চাটনি।
প্রথা মেনে এদিন খাবারের মেনুতে ছিল গরম ভাত, ডাল্মি‌ক্সড সব্জির তরকারি, মাছ, আলু কুমড়ো,তরুলি বেগুন, পটল, ওল, নারকেল প্রভৃতি সব্জি ভাজা,নারকেল ও গুড়ের নারু, চালতার চাটনি।
প্রধান শিক্ষক সুমন্ত সাউ সহ অন্যান্য শিক্ষকদের সক্রিয় যোগদান ছিল চোখে পড়ার মত। ছাত্র-ছাত্রীদের আনন্দ স্কুল ছুটি হবার মতো ঘটনা কমাতে এবং মিড ডে মিলের মধ্যে আরও বেশি মনোযোগ বাড়াতে এই উদ্যোগ।
প্রধান শিক্ষক সুমন্ত সাউ সহ অন্যান্য শিক্ষকদের সক্রিয় যোগদান ছিল চোখে পড়ার মত। ছাত্র-ছাত্রীদের আনন্দ স্কুল ছুটি হবার মতো ঘটনা কমাতে এবং মিড ডে মিলের মধ্যে আরও বেশি মনোযোগ বাড়াতে এই উদ্যোগ।