পাঁশকুড়ায় ভোট প্রচারে দেব

Dev-TMC: ‘বৃষ্টিতে ভিজে আমাকে দেখার জন্য নিজেদের শরীর খারাপ করবেন না!’ ভোট প্রচারে নিজে ভিজেও মানুষকে বার্তা দেবের!

পাঁশকুড়া: তীব্র ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পাঁশকুড়ায় ভোট প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব। শনিবার বিকেলের পর থেকেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। কিছুক্ষণ পরেই হুড়মুড়িয়ে বৃষ্টি নামে সেই সঙ্গে ঝড়ো হাওয়া। ১১ মে শনিবার বিকেলের পর থেকে পাঁশকুড়াতে ভোটের কর্ম ভোট প্রচারের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু বিকেলের পর থেকেই ঝড় বষ্টি শুরু হওয়ায় দলীয় নেতাকর্মীরা ভেবেছিলেন হয়ত তাদের দলে তারকা প্রার্থী এদিনের প্রচারে আসবেন না। কিন্তু তাদের সেই ভাবনাকে ভুল প্রমাণ করেন দেব। পাঁশকুড়ায় পৌঁছে তিনি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার চালান।

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাশকুড়া বিধানসভা কেন্দ্রটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার শাসকবিরোধী দলের তারকা প্রার্থীদের লড়াই। একদিকে দেব অন্যদিকে বিজেপির হিরণ। এই দুই অভিনেতার লড়াই জমে উঠেছে। একদিকে বিজেপি প্রার্থী হিরণকে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী দেবকে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা গিয়েছে।

আরও পড়ুন: আপেলের সমান পুষ্টিগুণ! অবহেলায় পড়ে থাকা এই ফলই কোলেস্টেরল-সহ বহু জটিল রোগের যম!

১১ মে শনিবার বৃষ্টি মাথায় নিয়ে পাঁশকুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। দেবের এই প্রচার ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে অভিনেতা দেবকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়। আর সাধারণ মানুষের বিরুদ্ধে মঞ্চ থেকে দেব সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, বৃষ্টিতে ভিজে আমাকে দেখার জন্য নিজেদের শরীর খারাপ করবেন না।’ সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে তিনি আরও বলেন। তিনি ভাল ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে চান। সাধারণ মানুষকে ভাবতে হবে আগামী প্রজন্ম কেমন রাজনীতিবিদ কে চায়!

সৈকত শী