সকালে চা বানাতে গিয়েই...দাউ দাউ করে জ্বলে উঠল বাড়ি! বিধ্বংসী আগুন চুঁচুড়ায়

Fire: সকালে চা বানাতে গিয়েই…দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি! বিধ্বংসী আগুন চুঁচুড়ায়

হুগলি: শনিবার সাত সকালে বিধ্বংসী আগুন হুগলির চুঁচুড়ায়। আগুনে পুড়ে ছাই বাড়ির সর্বস্ব। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ১০ নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এলাকায়। সেখানেই এক বৃদ্ধার বাড়িতে আগুন লাগে। দমকলের প্রচেষ্টায় আধ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ১০ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতী দাস। সেখানেই নিজের নাতনিকে নিয়ে বসবাস করতেন বাড়িতে। আজ সকালবেলায় কাঠের উনুনে চা বানিয়ে চা খেয়ে কাজে চলে যান। সেই কাঠের আগুনের ফুলকি থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা যাচ্ছে।

আরও পড়ুন: পুরনো মাটির কলসি ফেলবেন না, ২ সহজ টিপস্ মনে রাখুন, কনকনে ঠান্ডা থাকবে জল! ফ্রিজের চেয়ে হাজার গুণ আরামদায়ক

ঝিলপাড় এলাকা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ। তাই আগুন লাগার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে পাড়া-প্রতিবেশীরাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে দমকল এসে পৌঁছানোর পর আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকার মানুষ জানান, হঠাৎ করেই আমরা দেখি তপতীর বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। উঁকি মেরে দেখলেই জানা যায় ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন, পাড়া-প্রতিবেশীরা তড়িঘড়ি খবর দেয় এলাকার কাউন্সিলর মৌসুমী মাঝিকে , খবর পেয়েই মৌসুমী ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে সময় মত চলে আসে। কিন্তু এলাকার সংকীর্ণ হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ইউরিক অ‍্যাসিডের মহাশত্রু! খালি পেটে এই বীজের এক গ্লাস জল খেলেই কেল্লাফতে

পরবর্তীতে একটি ছোট দমকলের ইঞ্জিন নিয়ে এসে ঝিল থেকে জল তুলে প্রায় ৩০ মিনিটের অভিযানে সেই আগুন নেভানো হয়।,বাড়ির মালিক তপতী দাস জানান তিনি তার ছোট্ট নাতনিকে নিয়ে ওই ঘরে থাকেন, সকালবেলা কাঠের উনুনে চা করে চা খেয়ে তার কাজে বেরিয়ে গিয়েছিল। নাতনিও সেই সময় ছিল না ঘরে, এ বিষয়ে প্রশাসনের কাছে সাহায্যর আবেদন জানান বৃদ্ধা তপতী দাস।

রাহী হালদার