জুলাই মাসে বিরল কাকতালীয় যোগ! এক মাসে ৩টি একাদশী, দুর্লভ শুভ যোগে এই কাজ করলেই বন্ধ ভাগ্য খুলবে

Devshayani Ekadashi: জুলাইয়ের এই তারিখেই দেবশয়নী একাদশী! পরের ৪ মাস শুভ কাজে নিষেধ! জানুন দিনক্ষণ ও তিথি

বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী ২৩ জুন অর্থাৎ রবিবার থেকে পড়ে যাচ্ছে আষাঢ় মাস। আর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই দেবশয়নী একাদশী বা বিষ্ণুশয়নী একাদশী নামে পরিচিত। আসলে বছরের অধিমাসগুলিকে যোগ করা হলে মোট ২৬টি একাদশীর ব্রত পালন করা হয়। তবে দেবশয়নী একাদশীর এক নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণু নিদ্রায় গমন করেন।

কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, দেবশয়নী একাদশীতে ভগবান বিষ্ণু শয়ন ভঙ্গিতে রত হন। এরপরের ৪ মাস ক্ষীরসাগরে ওই অবস্থাতেই থাকেন তিনি। আর চার মাসের পরে প্রবোধনী একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু জাগ্রত হন। তাই এই চার মাস সকল প্রকার শুভকাজ সম্পূর্ণ রূপে বন্ধ থাকে।

দেবশয়নী একাদশী কখন?

পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় শুক্লপক্ষের একাদশী তিথি আগামী ১৬ জুলাই শুরু হচ্ছে বিকেল ৫টা ০৮ মিনিটে। যা চলবে পরের দিন অর্থাৎ আগামী ১৭ জুলাই বিকেল ৫টা ৫৬ মিনিট পর্যন্ত। এমন পরিস্থিতিতে উদয়াতিথি অনুসারে আগামী ১৭ই জুলাই দেবশয়নী একাদশী পালিত হবে।

আরও পড়ুন : রান্নাঘরে সবজির খোসা রোজ ফেলে দেন? আকাশছোঁয়া উপার্জন হাতছাড়া করছেন! জানুন সুবর্ণসুযোগ

দূর হবে সকল সমস্যা

পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, ভগবান বিষ্ণুর পুজো করলে সকল সমস্যা দূর হবে। বিশ্বাস করা হয় যে, এই দিনে উপবাস পালন করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সকল প্রকার কষ্ট দূর হয়। এছাড়া পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। বিবাহিত জীবন সুখের হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়।

এইভাবে করতে হবে উপবাসের সঙ্কল্প:

পণ্ডিত সঞ্জয় উপাধ্যায়ের পরামর্শ, দেবশয়নী একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুর ধ্যান করে ব্রতের সঙ্কল্প করা উচিত। তারপরে অন্ন ত্যাগ করে সারা দিন উপবাস পালন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে। এতে কাঙ্ক্ষিত ফলাফল লাভ হবে।