তীরন্দাজিতে সাফল্য দুই স্কুল পড়ুয়ার

Jalpaiguri News: জাতীয় তীরন্দাজিতে বড় সাফল্য, লক্ষ্যভেদ জলপাইগুড়ির

জলপাইগুড়ি: রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া। তোড়লপাড়া নেতাজি বিদ্যাপীঠের দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায়‌ অংশ নিয়ে রাজ্য স্তরে সোনা এবং জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক পেয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ, মহিন্দ্র কুমারের সম্বল বলতে ১০ হাজার টাকা

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ৬৭ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস আর্চারি প্রতিযোগিতায়‌ সোনা জিতেছে জলপাইগুড়ির জিৎ বর্মন। অনূর্ধ্ব ১৯ বছর বিভাগে এই সাফল্য পেয়েছে সে। অন্য এক কৃতী ছাত্র ধনঞ্জয় রায় জাতীয় প্রতিযোগিতায়‌ ব্রোঞ্জ পদক জয় করেছে‌। উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত ২৯ তম এনটিপিসি সিনিয়র ইন্ডিয়ান রাউন্ড ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্স ডাবলস বিভাগে ব্রোঞ্জ পেয়েছে সে।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই দুই কৃতী ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হল। তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। প্রত্যন্ত গ্রামের এই দুই কৃতী ছাত্র অভাবের সঙ্গে লড়াই‌ করে এই সাফল্য অর্জন করেছে বলে জানান শিক্ষকরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্য, প্রধান শিক্ষক সহ অনেকে। আগামীদিনে তাদের আর‌ও বড় প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন সকলে।

সুরজিৎ দে