দক্ষিণবঙ্গ, লাইফস্টাইল Dhanteras 2024: ধনতেরাসে কী গয়না কেনা শুভ? কোন গয়নার কোন ডিজাইন ট্রেন্ডিং? কেনার আগে জানুন Gallery October 21, 2024 Bangla Digital Desk *রাজকীয়তা ও সামাজিক মর্যাদার অন্যতম নিদর্শন ছিল প্রাচীন কালে রানিদের অলংকারের অন্যতম বৈশিষ্ট্য। জটিল নকশায় বহু মূল্যের রত্নে সেজে উঠত সেই সমস্ত স্বর্ণালংকার। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ন রায়) *তবে তা ওজনে হত অনেকটাই ভারী। যা আজকের দিনে দাঁড়িয়ে পরা রীতিমতো দুঃসহ। তবে আভিজাত্যের প্রতীক সেই সকল নকশাই এবার নতুনভাবে আধুনিক স্বর্ণালঙ্কারের রূপান্তরিত করে ক্রেতাদের জন্য নিয়ে এল সোদপুরের এক জুয়েলারি বিপনি। *সামনেই ধনতেরাস উপলক্ষে এবার এই জুয়েলারি বিপনি তাদের নবরানি কালেকশন নিয়ে এসেছে। মিনাকারি ওয়ার্ক, স্টোন ওয়ার্কের উপর তাদের এই নজরকাড়া অলংকার প্রকাশ্যে আসতেই উৎসাহ ধরা পড়েছে ক্রেতাদের মধ্যে। *বিষ্ণুপুরের দুর্গা মন্দিরের নকশাও অলংকারে ফুটিয়ে তোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আলো কালেকশন’। এই নবরানি ও আলো কালেকশন এবারের ধনতেরাস উপলক্ষে ক্রেতাদের মন জয় করবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। *একেবারে হালকা ও লাইট ওয়েটের এই অলংকার ক্রেতারা পড়েও যেমন আরাম পান, তেমনই তার ডিজাইন আভিজাত্যকে তুলে ধরবে বলেই দাবি বিক্রেতাদের। *নানা অলংকারে সাজিয়ে প্রকাশ্যে নতুন জুয়েলারি কালেকশন এসেছে। কোনও পেশাদার মডেল নয়, একেবারেই ক্রেতাদের গলাতেই ফুটে উঠল এই নজরকাড়া অলংকারের সম্ভার। তাই নিজেকে বা প্রিয়জনকে রানির মতো সাজিয়ে তুলতে একবার এই অলংকারগুলিতে নজর রাখতেই পারেন আপনিও।