ডায়মন্ড হারবার সেলফি পয়েন্ট 

Diamond Harbour: ডায়মন্ড হারবারে নয়া চমক! এবার আরও রঙিন…! ব্যাপারটা কী?

ডায়মন্ড হারবার: এবার পর্যটকদের কাছে টানতে নতুন রূপে সেজে উঠবে ডায়মন্ড হারবার। প্রশাসন সূত্রে খবর সেরকমই। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ নতুন মাত্রা পাবে‌।

অভিষেক বন্দোপাধ্যায় ডায়মন্ড হারবারবারের সাংসদ হওয়ার পর থেকেই ডায়মন্ড হারবারকে সাজিয়ে তুলছিলেন। এবার সেই কাজকে ব্যাপক হারে প্রসারিত করতে এবং পর্যটকদের কাছে টানতে ডায়মন্ড হারবারকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা হয়েছে।

আরও পড়ুন-  বলুন তো, এমন কোন প্রাণী দুধ ও ডিম দু’টোই দেয়? ৯৯ শতাংশই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! আপনি কি জানেন?

এ নিয়ে ডায়মন্ডহারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, ডায়মন্ড হারবারের পুরাতন কেল্লার রেপ্লিকা তৈরির পরিকল্পনা রয়েছে রয়েছে আরও অনেক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও হুগলি নদীর পাড়কে রঙিন আলোয় মুড়ে ফেলা হবে। জায়গায় জায়গায় থাকবে পর্যটকদের বসার জন্য সুসজ্জিত চেয়ার৷ নদীর ধারে সেলফি পয়েন্টের কাছে ফোয়ারা ও বিভিন্ন ফুলের গাছে বাগান সাজানো হবে। থাকবে ক্যাফেটেরিয়া।

এছাড়া আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে ডায়মন্ডহারবার শহরের ইতিহাস ও বিভিন্ন মনীষীদের কর্মকাণ্ড। এর জন্য বিশাল একটি কংক্রিটের ঘাট বানানো হবে। পর্যটকদের বিনোদনের জন্য মুক্তাঙ্গনের কাছে একটি ওপেন এয়ার থিয়েটারও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ডিভোর্সের দিনক্ষণ পাকা! অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ হলে কার কাছে থাকবে মেয়ে আরাধ্যা? চাঞ্চল্যকর তথ্য ফাঁস…!

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত একটি বিশেষজ্ঞ টিম সৌন্দর্যায়নের প্রাথমিক রূপরেখা ঠিক করবে। এ ব্যাপারে জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, ‘সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নদীর ধারে সৌন্দর্যায়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কীভাবে কী করা যায় সেটি দেখা হচ্ছে।’ সব ঠিক থাকলে ধাপে ধাপে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। যার ফলে খুশি সকলেই।

নবাব মল্লিক