রাত পোহালেই ইদ। ইদের ছুটিতে ইতিমধ্যে দিঘার হোটেল-রিসোর্টগুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে। একদিকে ইদের ছুটি অন্যদিকে আবার উইকেন্ড, দুই মিলিয়ে দিঘায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছে প্রশাসন থেকে দিঘার হোটেল ব্যবসায়ীরা।

Digha Thunderstorm: ঠিক যেন বোমার মতো শব্দ, মুহূর্তে দিঘার বিচে লুটিয়ে পড়লেন ৩ জন! প্রবল আতঙ্ক, হাসপাতালে ছোটাছুটি

দিঘা: দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে বাজ পড়ে জখম ৩ পর্যটক। নদীয়ার দুই পর্যটক সহ স্থানীয় এক বাসিন্দা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। তিন জনই বর্তমানে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সকলেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।

বছর দুয়েক আগে দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু ঘটেছিল দুজনের। উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় এসে মৃত্যু ঘটেছিল ২ পর্যটকের।

প্রসঙ্গত, দিঘা বরাবরই বাঙালির ভারী পছন্দের একটি পর্যটনকেন্দ্র (Tourist Spot)। ফাঁক পেলেই ঝটিকা সফরে ভ্রমণপ্রিয় বাঙালির দল ঢুঁ মারে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। তবে দিঘা (Digha) বেড়ানো এবার আরও বেশি মনোগ্রাহী হতে চলেছে। সমুদ্রনগরী দিঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে এবার তৎপর দিঘার সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মায়াপুর ইসকন মন্দিরে ভয়ঙ্কর কাণ্ড! পোষা হাতির আক্রমণে মৃত্যু মাহুতের

দিঘার সমুদ্রে নতুন প্রজাতির একটি প্রাণীর খোঁজ মিলেছে। সেই প্রাণীটিকে চিহ্নিতও করে ফেলেছেন বিজ্ঞানীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নামে নামকরণ করা হয়েছে অমেরুদণ্ডী ওই প্রাণীটির। ‘মেলানোক্ল্যালমিস দ্রৌপদী’ (Melanochlamys droupadi) নামে পরিচিত হবে প্রাণীটি। এই বিশেষ সামুদ্রিক প্রাণীটি উদ্ধারের পর দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে তাঁর নামেই প্রাণীটির নাম দেওয়া হয়েছে। এখানে এলে পর্যটকরা বিনামূল্যেই এখানে সামুদ্রিক ওই নয়া প্রজাতির প্রাণীর পাশাপাশি আরও একাধিক প্রাণী দেখতে পাবেন। কিন্তু এদিন যেভাবে বাজ পড়ে দিঘার বিচে আহত হলেন তিন জন, তাতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।