Tag Archives: digha hotel

Digha: ভয়ঙ্করী দিঘা! চোখের নিমেষে জীবন শেষ স্কুল পড়ুয়ার, সমুদ্রে ওঁত পেতে কোন বিপদ!

দিঘা: দিঘায় সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেল স্কুল পড়ুয়া এক পর্যটক। ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে শুক্রবার সকালে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৪ বছরের এক স্কুল পড়ুয়া। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৈকত শহর দিঘায়।

জানা গিয়েছে, তলিয়ে যাওয়া কিশোরের নাম শুভজিৎ দে। বাড়ি মধ্যমগ্রাম এলাকায়। মায়ের সঙ্গে বৃহস্পতিবার দিঘায় বেড়াতে আসে সে। শুক্রবার দিঘার জগন্নাথ ঘাটে স্নানে নামে শুভজিৎ এবং ভাই বিশ্বজিৎ। জলের তোড় সামলাতে না পেরে শুভজিৎ তলিয়ে যায়।

আরও পড়ুন: রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের! দারুণ চমক শাসক দলের, কারা হলেন প্রার্থী?

দাদাকে বাঁচাতে বিশ্বজিৎ এগিয়ে গেলে সে’ও তলিয়ে যায়। ঘটনা নজরে পড়লে তড়িঘড়ি দিঘা থানার সিভিল ডিফেন্সের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে বিশ্বজিৎকে উদ্ধার করতে পারলেও দাদা শুভজিৎকে উদ্ধার করতে পারেনি।

শুভজিৎ নিমেষেই তলিয়ে যায়। ঘটনার পরে দিঘা থানার ওসি অভিজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ কর্মীরা স্পিড বোটে করে গোটা ঘাট এলাকায় তল্লাশি অভিযান চালায়। তবে, এখনও পর্যন্ত তলিয়ে যাওয়া যুবকের খোঁজ পাওয়া যায়নি।

 

—- পঙ্কজ দাশরথী

Digha: দিঘার সমুদ্রে ভয়ঙ্কর বিপদে চার পর্যটক! সব শেষ হওয়ার আগে কোনওক্রমে রক্ষা, ভয়াবহ ঘটনা

পঙ্কজ দাশ রথী, দিঘা: ফের দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া চার নাবালককে উদ্ধার করল দিঘার নুলিয়ারা। জানা যায়, ভাঙর এলাকা থেকে একটি পর্যটকের দল দিঘায় বেড়াতে আসেন আর তারা ওঠেন নিউ দিঘার একটি হোটেলে।

পর্যটক দলের অন্যান্য সদস্যরা যখন রান্নার কাজের ব্যস্ত, তখনই ওই পর্যটক দলে থাকা চার নাবালক কাউকে না জানিয়ে চলে যায় নিউ দিঘা ঘাটে স্নান করতে। যখন সমুদ্রে স্নান করছিল তারা, তখনই জোয়ারের টানে তলিয়ে যেতে থাকে ওই চারজন। তখনই বিষয়টি নুলিয়াদের নজরে আসে।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

পরিস্থিতি দেখে নুলিয়ারা ছুটে গিয়ে ওই চার নাবালকে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পরিবারের কাউকে না জানিয়ে ওই চার নাবালক সমুদ্রের টানে আকৃষ্ট হয়ে চলে আসে এবং স্নান করতে নেমে পড়ে। পরে দিঘা থানার পুলিশ ও নুলিয়াদের মাধ্যমে ওই পর্যটক দলকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন এসে তাদের নিয়ে যায়।

Digha: দিঘা যাওয়ার প্ল্যান করছেন? বড় খবর পর্যটকদের জন্য! জেনে নিন এখনই

এখন সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় জমে। দিঘা হোটেল বুক করা নিয়ে মাঝে মধ্যেই প্রতারণার শিকার হয় পর্যটকেরা। দিঘায় পর্যটকদের হোটেল নিয়ে প্রতারকদের খপ্পরে পড়তে হবে না। বিশেষ উদ্যোগ নিল দিঘা শংকর পুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। বাঙালিদের পর্যটনের জন্য যে সকল জায়গা রয়েছে তাদের মধ্যে অন্যতম জায়গা হল দিঘা।

সস্তায় সমুদ্র সৈকত ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথমেই দিঘার কথা মনে আসে। তবে ইদানিংকালে দিঘায় যেসব পর্যটকরা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে। যে কারণে এই সকল নিয়ম পর্যটকদের জেনে রাখা জরুরী।

Digha Thunderstorm: ঠিক যেন বোমার মতো শব্দ, মুহূর্তে দিঘার বিচে লুটিয়ে পড়লেন ৩ জন! প্রবল আতঙ্ক, হাসপাতালে ছোটাছুটি

দিঘা: দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে বাজ পড়ে জখম ৩ পর্যটক। নদীয়ার দুই পর্যটক সহ স্থানীয় এক বাসিন্দা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। তিন জনই বর্তমানে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সকলেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।

বছর দুয়েক আগে দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু ঘটেছিল দুজনের। উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় এসে মৃত্যু ঘটেছিল ২ পর্যটকের।

প্রসঙ্গত, দিঘা বরাবরই বাঙালির ভারী পছন্দের একটি পর্যটনকেন্দ্র (Tourist Spot)। ফাঁক পেলেই ঝটিকা সফরে ভ্রমণপ্রিয় বাঙালির দল ঢুঁ মারে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। তবে দিঘা (Digha) বেড়ানো এবার আরও বেশি মনোগ্রাহী হতে চলেছে। সমুদ্রনগরী দিঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে এবার তৎপর দিঘার সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মায়াপুর ইসকন মন্দিরে ভয়ঙ্কর কাণ্ড! পোষা হাতির আক্রমণে মৃত্যু মাহুতের

দিঘার সমুদ্রে নতুন প্রজাতির একটি প্রাণীর খোঁজ মিলেছে। সেই প্রাণীটিকে চিহ্নিতও করে ফেলেছেন বিজ্ঞানীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নামে নামকরণ করা হয়েছে অমেরুদণ্ডী ওই প্রাণীটির। ‘মেলানোক্ল্যালমিস দ্রৌপদী’ (Melanochlamys droupadi) নামে পরিচিত হবে প্রাণীটি। এই বিশেষ সামুদ্রিক প্রাণীটি উদ্ধারের পর দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে তাঁর নামেই প্রাণীটির নাম দেওয়া হয়েছে। এখানে এলে পর্যটকরা বিনামূল্যেই এখানে সামুদ্রিক ওই নয়া প্রজাতির প্রাণীর পাশাপাশি আরও একাধিক প্রাণী দেখতে পাবেন। কিন্তু এদিন যেভাবে বাজ পড়ে দিঘার বিচে আহত হলেন তিন জন, তাতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।