সাত দফার মধ্যে চতুর্থ দফায় ভোট হবে আগামীকাল। এ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি আসনে। এছাড়া বিহারের ৫টি আসনে, উড়িষ্যা ও ঝাড়খন্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে।

ঘরে বসে ডিজিটাল ভোটার কার্ড পাবেন কী করে? খুব সহজ, আবেদনের পদ্ধতি দেখে নিন

কলকাতা: ডিজিটাল ভোটার আইডি কার্ডের আবেদন এবং তা ম্যানেজ করার জন্য একটি স্ট্রিমলাইনড প্ল্যাটফর্ম চালু করেছে ডিজিটাল ইন্ডিয়া। এর ফলে ভারতীয় নাগরিকদের এই আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে। ভারত সরকারের দ্বারা চালু করা এই পরিষেবা ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে অনেকটাই সরল করে তুলেছে।

ভোটার সংক্রান্ত তথ্যের বিষয়টাও হয় যথাযথ। আর এমনিতে ভোটার আইডি কার্ড যোগ্য ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অপরিহার্য। শুধু ভোটিংয়ের ক্ষেত্রেই নয়, ভোটার কার্ড কিন্তু বাসস্থান বা ঠিকানার জোরালো প্রমাণপত্রও বটে।

আরও পড়ুন- ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে? কোন ‘নম্বরে’ ফ্যান চালালে খরচ কমে?

ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন:

১. প্রথমে ‘National Voters Services Portal’ (https://voters.eci.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর ‘Sign-Up’ অপশন বেছে নিতে হবে।

৩. এবার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড দিতে হবে। এরপর ‘Continue’-এ ক্লিক করতে হবে।

৪. এরপর নিজের ‘First Name’, ‘Last Name’, ‘Password’ এবং ‘Confirm Password’ এন্টার করতে হবে। এবার ‘Request OTP’-তে ক্লিক করতে হবে।

৫. মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেল আইডি-তে আসা ওটিপি দিতে হবে। এরপর ‘Verify’-এ ক্লিক করতে হবে।

৬. একবার সফল ভাবে ভেরিফাই হয়ে গেলে এনভিএসপি পোর্টালে গ্রাহকের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর নিজেদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন- 5G নেটওয়ার্কে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে? এই কয়েকটি সহজ টিপসেই চিন্তা দূর হবে

ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন:

১. আবার এনভিএসপি ওয়েবসাইটে ঢুকতে হবে। এবার লগ-ইন সিলেক্ট করতে হবে।

২. নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য গ্রাহককে ভ্যালিড ক্রেডেনশিয়াল দিতে হবে।

৩. লগ-ইন করার পর ‘New registration for general electors’ ট্যাবে যেতে হবে এবং ‘Fill Form 6’-এ ক্লিক করতে হবে।

৪. নতুন ভোটারদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ‘Form 6’ পূরণ করতে হবে। সমস্ত তথ্যই যে সত্য, তা নিশ্চিত করতে হবে।

৫. প্রিভিউ-তে ক্লিক করে আরও একবার তথ্য পর্যালোচনা করে নিতে হবে। সমস্ত কিছু হয়ে গেলে ফর্ম সাবমিট করে দিতে হবে।

ডিজিটাল ভোটার আইডি কার্ডের স্টেটাস অনলাইনে চেক করার উপায়:

১. এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে।

২. নিজের ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগ-ইন করতে হবে।

৩. ‘Track Application Status’ বেছে নিতে হবে।

৪. ‘Reference Number’ এন্টার করতে হবে। নিজের স্টেট বা রাজ্য বেছে নিয়ে সাবমিট-এ ক্লিক করতে হবে। গ্রাহকের অ্যাপ্লিকেশন স্টেটাস স্ক্রিনে ভেসে উঠবে। তবে নিজের বিএসএনএল মোবাইল নম্বর থেকে ১৯৫০ নম্বরে কল করেও স্টেটাস ট্র্যাক করা সম্ভব।

ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়:

১. প্রথমে এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে।

২. নিজের ক্রেডেনশিয়াল দিয়ে লগ-ইন করতে হবে এবং রেজিস্ট্রেশন না করা থাকলে সেটা করতে হবে।

৩. ‘E-EPIC Download’ ট্যাব খুঁজে তাতে ক্লিক করতে হবে।

৪. ‘EPIC No.’ অথবা ‘Form Reference no.’ অপশনের মধ্যে যে কোনও একটা বেছে নিতে হবে।

৫. ফর্ম সাবমিশনের সময় প্রদান করা ‘EPIC No.’ অথবা ফর্ম সাবমিশন নম্বর এন্টার করতে হবে।

৬. নিজের স্টেট সিলেক্ট করতে হবে এবং ‘Search’ অপশনে ক্লিক করতে হবে।

৭. ভোটার আইডি কার্ডের তথ্য ভেসে উঠবে এবং ‘Send OTP’-তে ক্লিক করতে হবে।

৮. গ্রাহকের রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে এবং ‘Verify’-এ ক্লিক করতে হবে।

৯. সফল ভেরিফিকেশনের পরে ‘Download e-EPIC’-এ ক্লিক করতে হবে।