Dilip Ghosh

BJP West Bengal: দিলীপ ঘোষের মৌনতা কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?

কলকাতা: শূন্য দিলীপ ঘোষ। এই ধরনের বক্তব্য যেন বারে বারে প্রতিধ্বনিত হচ্ছে বিজেপি দলে দিলীপ বিরোধীদের মধ্যেই। তবে দিলীপ ঘোষ নির্বাচনের পরে দিল্লিতে তার বরাদ্দ বাস ভবনটি শেষ বারের মতো ছেড়ে আসলেন।

বৃহস্পতিবার সকালবেলা, রাজধানী এক্সপ্রেসে দিলীপ ঘোষ শিয়ালদহ স্টেশনে নামেন। বেলা সাড়ে দশটায় শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর সময় দিলীপ ঘোষ কার্যত মুখে কুলুপ এঁটে ছিলেন। তিনি সংবাদ-মাধ্যমের কোন প্রশ্নের উত্তর দেননি। স্টেশন থেকে বেরিয়ে নিজের গাড়িতে করে সোজা নিউ টাউনের বাসভবনের চলে যান। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় দিলীপ ঘোষ এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি ছিলেন।তখন তিনি ক্রিকেটার অশোক দিন্দাকে বিধানসভার টিকিট দেন।সেই টিকিটে অশোক দিন্দা জিতেও যায়। তবে বর্ধমান-দুর্গাপুর থেকে দিলীপ ঘোষের লোকসভায় হেরে যাওয়াটা বহু সাধারণ কর্মী স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। যার প্রতিচ্ছবি দেখা গিয়েছিল শুক্রবার সন্ধ্যাবেলা যখন, মুরলিধর সেন লিনের পার্টি অফিস থেকে দিলীপ ঘোষ বেরিয়ে যাচ্ছিলেন। তখন পার্টি কর্মীরা তাকে উদ্দেশ্য করে স্লোগান দেন।

আরও পড়ুন: লাচুংয়ে আটকে ১২০০ ভারতীয় পর্যটক, রয়েছেন বিদেশিও, তিস্তার জলস্তর বৃদ্ধি নিয়েও বাড়ছে উদ্বেগ

শুক্রবার ময়নার বিধায়ক অশোক দিন্দা, দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে প্রকাশ্যে বলেন, “জো জিতা, ওহি সিকান্দার। ক্যাইসে জিতা? কিউ নেহি জিতা? কৌন কাঠি কিয়া? ওসব কথার কোন মূল্য নেই। পাবলিককে গরম করিয়ে, মিডিয়া দেখিয়ে কোন লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। এটা মেনে আগামী দিনে সংগঠনের দিকে মন দিন”।

অশোক দিন্দার এই বক্তব্যের পরে দিলীপ ঘোষ কিংবা তার অনুগামীরা অশোক দিন্দার বক্তব্য নিয়ে, কোনও মন্তব্য করতে চাননি। তবে অনেকে বলছেন, রাজ্যে বিজেপি করতে গেলে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দু’জনকেই দরকার। তবে সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতিত্ব কালে দলের অগ্রগতি হয়নি বলেই বেশ কিছু পাটি কর্মী মনে করেন। অনেকে বলছেন, ‘দিলীপ ঘোষের মৌনতা আগাম কোন রাজনৈতিক ঝড়ের আভাস নয় তো?’