বিস্ফোরক দিলীপ ঘোষ

Lok Sabha Elections 2024: ব্যাট হাতে ছক্কা হাঁকিয়েও বোল্ড দিলীপ ঘোষ! মোদির ধ্যান নিয়ে বিরোধীদের বার্তা বিজেপি নেতার

বর্ধমান: ফের বর্ধমানে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নামলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ছক্কা হাঁকানোর পাশাপাশি বোল্ডও হলেন তিনি। চার জুন গণনার দিন তিনি কি বর্ধমান দুর্গাপুর আসনের জয় ধরে রাখতে পারবেন, না কি তাঁকে হারিয়ে জয়ী হবে তৃণমূল, সেই প্রশ্নের উত্তর জানতে উৎসুক সকলেই।

আরও পড়ুন: রাজ্যে প্রবেশ করল বর্ষা, সময়ের আট দিন আগেই মৌসুমি বায়ুর প্রভাব বাংলায়

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

মোদীর ধ্যানে বিরোধীদের ‘মেরুকরণ’ সওয়াল। কি বলবেন? উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “ওদের সব কিছুতে নালিশ। মোদিজি কেন পরোটা খেলেন সেখানে নালিশ, মোদিজি কেন ধোকলা খেলেন সেটা নিয়ে নালিশ। যদি বাংলায় এসে এখানকার খাবার খান সেটাতেও নালিশ, সব ব্যাপারে নালিশ। তো নালিশ করবেন না রাজনীতি করবেন? পাবলিকের কাছে যান না। সব সময় নির্বাচন কমিশন না হলে আদালত, এটা লড়াই করার জায়গা নয়। লড়াই করার জায়গা হচ্ছে যেটা সাধারণ সমাজের যে যেখানে থাকেন ময়দান সেখানে লড়া উচিত। সে লড়াই শেষ হয়ে গেছে। মোদিজি সেই লড়াই জিতে নিয়েছেন। দেখা যাক। এই সব কমপ্লেনের কোন মানেই হয় না। ভোট শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদী গেছেন কন্যাকুমারীতে। আমাদের লোকেরাই সেই বিশ্ব বিখ্যাত সৌধ তৈরি করেছেন, যেটা ভারতের কাছে গৌরব, বিবেকানন্দ আড়াই দিন যেখানে ধ্যান করেছিলেন, সেটা আমাদের কাছে স্বাভিমানের প্রতীক। সেখানে মোদিজি গিয়ে দু’মাস, তিনমাস, চারমাস প্রচার করেছেন। শক্তি সঞ্চয় করার জন্য, তপস্যা করার জন্য গেছেন, তাতেও কষ্ট হচ্ছে। আপনারা তো কোনও দিন যান না, ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন না, আপনাদের কান্নাকাটি করে কি হবে? আমার মনে হয় এটা শেষ প্রয়াস করছেন ওনারা। এই নির্বাচনে বিরোধীদের শক্তি পরীক্ষা করার সুযোগ থাকবে না। তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে”।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

জেলযাত্রার পর থেকে তাঁর ওজন কমেছে, এখন বাইরে থেকেও বাড়ছে না ওজন। ভিডিওবার্তায় যখন এই দাবি করছেন দিল্লির মুখ্যমন্ত্রী, তখন তিহার জেল কর্তৃপক্ষের মেডিকেল রিপোর্টে অসঙ্গতি! কেজরিওয়ালের দাবি আর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে এই মন্তব্য ওয়াকিবহাল মহলের। জেলযাত্রা আটকাতে কি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় দিল্লির মুখ্যমন্ত্রীর? দিলীপ ঘোষ বলেন, “ওজন তো বাড়বে যখন পার্মানেন্টলি জেলে থাকবেন।  তিহার জেলে খুব ভালো ব্যবস্থা আছে। ভোট হয়ে গেলে আবার যেতে হবে ভিতরে। ট্রিটমেন্ট, মাসাজ সবই আছে ওখানে। সব সুযোগ পাবেন এবং লম্বা সময় ধরে পাবেন। তার অপেক্ষা করুন”।