দীপান্বেষ দাস 

Purba Bardhaman News: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য বর্ধমানের দীপান্বেষের

পূর্ব বর্ধমান: বিদেশের মাটিতে বাংলার জয় ! সাভাতে চ্যাম্পিয়নশিপে পদক জয় বর্ধমানের ছেলের। আন্তর্জাতিক স্তরে অনবদ্য জায়গায় পৌঁছালেন বর্ধমানের ছেলে দীপান্বেষ দাস। আন্তর্জাতিক স্তরে সাভাতে প্রতিযোগিতায় বিদেশের মাটিতে ভারতের হয়ে লড়াই করে ব্রোঞ্জ পদক জয় করে আনলেন বর্ধমানের দীপান্বেষ।

এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়াতে। যেখানে ৭৫ কেজি গ্রুপে খেলে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জয়লাভ করেছেন দীপান্বেষ দাস। দীপান্বেষ এই বিষয়ে জানিয়েছেন, “এবারের প্রতিযোগিতা অনেকটা বেশি কঠিন ছিল। এতগুলো দেশের সঙ্গে খেলে তৃতীয় স্থান অধিকার করতে পেরে আমার ভাল লাগছে। তবে গোল্ড জয়লাভ করতে পারলে আরও বেশি খুশি হতাম।”

আরও পড়ুন – T20 World Cup 2024: স্বপ্নপূরণের আনন্দে ভেসে গেলেন, দুর্গাপুরের তরুণ এঁকে ফেললেন রোহিতের মুখ, রঙ হল রান্নাঘরের এই ছোট্ট মশলা

জেলা, রাজ্য তথা দেশের সকলের মুখ উজ্জ্বল করেছেন দীপান্বেষ। ব্রোঞ্জ পদকজয়ী দীপান্বেষ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। ছোট থেকে বড় হয়ে ওঠা বর্ধমান শহরের বুকে। স্কুল শিক্ষাও সেখানেই। তারপর ইঞ্জিনিয়ারিং পড়েন তিনি। ছোট থেকে খেলাধুলার প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ ছিল। তাই বক্সিং ক্লাবে নিয়মিত অনুশীলন করতেন দীপান্বেষ।

—- Polls module would be displayed here —-

সেখানে প্রাথমিক স্তরে তাঁর কোচের হাত ধরে নিজেকে তৈরিকরেন তিনি। পা রাখেন কিক বক্সিংয়ের জগতে। তারপর থেকেই বিভিন্ন রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয় করেন দীপান্বেষ। এই বিষয়ে দীপান্বেষ দাসের মা বলেন, “ও গত বছরেও ব্রোঞ্জ জিতেছিল এবং এবারেও ব্রোঞ্জ জিতেছে। হয়ত আরও বেশি অনুশীলন করলে গোল্ড জয়লাভ করতে পারত। তবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ জিতেছে এতে আমরা খুবই খুশি হয়েছি।”

দীপান্বেষের এক শিক্ষকের কাছে জানা গিয়েছে , তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও প্রথম থেকেই ভাল ফল করতেন। খেলাধুলার প্রতি তাঁর টান ছোট থেকেই। এবারেও দীপান্বেষ গতবারের মত ব্রোঞ্জ জিতেছেন। জাপান, চিন, উজবেকিস্তান, ইরান সহ মোট দশটিরও বেশি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

তবে তিনি জানিয়েছেন তাঁর লক্ষ্য আগামী দিনে গোল্ড জয়লাভ করবেন। আপাতত ওয়ার্ল্ড সাভাতে প্রতিযোগিতার জন্য দীপান্বেষ দাস নির্বাচিত হয়েছেন। এবং সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই, তিনি এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন বলেও জানিয়েছেন। সবমিলিয়ে আন্তর্জাতিক স্তরে বর্ধমানের ছেলের এহেন জয়লাভ সত্যিই প্রশংসনীয়।

Banowarilal Chowdhary