অংক ও বিজ্ঞান মেলার ছবি

Science Fair: অঙ্ক ও বিজ্ঞানে ভীতি কাটাতে স্কুলের বিরাট আয়োজন, খুশি অভিভাবকরাও

কোচবিহার: দেখা যায় পড়ুয়াদের অনেকের মধ্যে অঙ্ক ও বিজ্ঞানে ছোট থেকেই এক ধরনের ভয় কাজ করে। এই বিষয়টা অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। ফলে চিন্তায় থাকেন অভিভাবকরাও। ছাত্র-ছাত্রীদের এই ভীতি দূর করতেই বিদ্যালয়ে আয়োজন করা হল অঙ্ক ও বিজ্ঞান মেলা। মাথাভাঙা শহর সংলগ্ন মাথাভাঙা সারদা শিশু তীর্থ ও বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় এই অঙ্ক ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের হাতে গড়া বিজ্ঞানের নানা মডেল নিয়ে তাতে অংশগ্রহণ করে।

মাথাভাঙার এই বিদ্যালয়ের এক পড়ুয়ার মা মৌমিতা মজুমদার জানান, পরপর দু’বছর তাঁর মেয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে। এতে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে ভীতি অনেকটাই দূর হয়েছে। তিনি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের প্রভূত সাহায্য করছে।

আর‌ও পড়ুন: দিনে ১০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, অতিরিক্ত ট্রান্সফরমার বসিয়ে ঘাটতি পূরণ

বিদ্যালয়ের আরেক পড়ুয়ার বাবা পরিমল রায় জানান, এই ধরনের উদ্যোগ সমস্ত বিদ্যালয়ের নেওয়া উচিত। এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিকাশে অনেকটাই সুবিধা হয়ে থাকে। যদিও এবার প্রথম তাঁর ছেলে এই মেলায় অংশগ্রহণ করে। সারদা বিদ্যামন্দিরের আচার্য প্রমুখ গৌতম তালুকদার জানান, বিজ্ঞান ও গনিত মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধা ও প্রতিভার বিকাশের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এদিনের বিজ্ঞান ও গনিত মেলায় অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

এবারের বিজ্ঞান মেলায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পর্যন্ত মোট ১৮০ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশ নেয়। আগামী দিনেও এই মেলা এরকমভাবেই আয়োজন করার কথা বলা হয়। এমনটাই প্রত্যাশা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সমস্ত অভিভাবকদের। এই বিজ্ঞান মেলার কারণে অনেক ছাত্র-ছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

সার্থক পণ্ডিত