Tag Archives: Mangroves

South 24 Parganas News : তলিয়ে যাচ্ছে নদীর চরের ম্যানগ্রোভ! আতঙ্ক বাড়ছে সুন্দরবনে

দক্ষিণ ২৪ পরগনা: নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার ব্লকের বুধা খালি গ্রামে নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে শুরু হয়েছে বিশাল ভাঙন, ইতিমধ্যে ম্যানগ্রোভ গাছ সহ নদীর চর ধ্বস নিয়ে নদীতে তলিয়ে যাচ্ছে, বড় বড় ম্যানগ্রোভ সহ মাটির চর। উল্লেখ্য প্রতিবছর আয়লা, থেকে আমফান, বুলবুল,রিমল সহ একাধিক বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছিল সুন্দরবনের বুকে। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। তার ফলে ক্ষতি মুখে হতে হয়েছে সুন্দরবনের অসহায় কৃষকদের। তার পাশাপাশি বহু মানুষের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় অথবা কোন আশ্রয় কেন্দ্রে তাদের ঠাঁই হয়েছিল।

আরও পড়ুন: জমা জলে অতিষ্ঠ শহর থেকে গ্রাম! হাঁটু জল পেরিয়েই ‌যাতায়াত

সেই দুর্যোগ প্রতি বছর তারা কাটিয়ে উঠে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আর তাই এভাবে বারে বার সুন্দরবনের বুকে দুর্যোগের কারণে।নদীর ধারে বাস করা প্রায় শতাধিক পরিবারের মানুষজন আতঙ্কে তারা মাঝেমধ্যেই নদীর বাঁধে পাহারায় বেরিয়ে পড়ে। যাতে কোনভাবেই এই নদী বাঁধ রক্ষা করা যাবে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে ম্যানগ্রোভ নদীরবাঁধ নদীর চর রক্ষা করে, আর সেখানেই ম্যানগ্রোভ মাটির ধসের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে নদীতে। সেই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে সুন্দরবন এলাকার এই সমস্ত মানুষকে। আতঙ্কিত এলাকার মানুষ। দেখা গেল প্রায় এক বিঘা নদীর চর নদী গর্ভে তলিয়ে গেছে সঙ্গে গিয়েছে ম্যানগ্রোভ। এইভাবে ভাঙতে থাকলে আর কয়েক দিনের মধ্যে নদী বাঁধ তলিয়ে যাবে এমনই আশঙ্কা এলাকাবাসীর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Mangrove Plantation: কাঁকড়া চারা রোপণ! সুন্দরবনকে বাঁচাতে গুরু দায়িত্বে ভূমিকন্যারা

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের ভঙ্গুর নদীর বাঁধে ম্যানগ্রোভ প্রজাতির কাঁকড়া চারা রোপণ! ভয়ানক ঘূর্ণিঝড় হাত থেকে জন্মভূমি সুন্দরবনকে রক্ষা করতে এগিয়ে এলেন গ্রামের মহিলারা। আর তার জন্যই নিজেদের কাঁধে তুলে নিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কথায় আছে ‘নদীর ধারে বাস, চিন্তা বারো মাস’। আয়লা থেকে আমফান, একের পর এক ঘূর্ণিঝড় এসে গোটা সুন্দরবনকে তছনছ করে দিয়ে যায়। প্রতিবছরই কোন‌ও না কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদগ্রস্ত হয়ে পড়ে সুন্দরবনের মানুষজন। আশ্রয়হীন হন অনেকে। বিশেষজ্ঞরা বারবার বলছেন, এই সকল ঘূর্ণিঝড় ঠেকাতে হলে সুন্দরবনে ম্যানগ্রোভের পরিমাণ আরও বাড়াতে হবে। কারণ ম্যানগ্রোভ বনভূমি যত ঘন হবে তত ঘূর্ণিঝড় প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ করা সম্ভব হবে। আর তবেই বাঁচবে সুন্দরবন।

আরও পড়ুন: বর্ষা এলেই প্রাণ কাঁপে নদী পাড়ের মানুষগুলোর! সুন্দরবন জুড়ে এখন শুধুই আতঙ্কের ছবি

কিন্তু এই চরম সত্যটি জানার পরও সুন্দরবনে অসাধু ব্যবসায়ীদের হাতে ম্যানগ্রোভ বনভূমি নিধন ক্রমাগত ঘটেই চলেছে। গাছ কাটা হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে দামি দামি ম্যানগ্রোভ গাছ। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে তৈরি করছেন ফিশারি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েক বছরে সুন্দরবন জুড়ে পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে। সেই উদ্যোগে শামিল হয়ে বাসন্তী ব্লকের প্রত্যান্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙা মৌজায় ত্রিদিব নগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপণ করলেন এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

সুমন সাহা